My Sports App Download
500 MB Free on Subscription


রোড সেফটি সিরিজে বাংলাদেশ দলে যারা খেলবেন

সাবেক ক্রিকেটারদের নিয়ে নতুনভাবে শুরু হওয়া ‌‘রোড সেফটি সিরিজে’ খেলবে বাংলাদেশ। ৫ মার্চ থেকে শুরু হওয়া সাবেক ক্রিকেটারদের এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

২০২০ সালে শুরু হয়েছিল সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম আসর। তবে করোনাভাইরাসের কারণে টুর্নামেন্টটি মাঝ পথেই স্থগিত হয়ে যায়। এবার আবারও নতুনভাবে শুরু হচ্ছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজটি।স্বাগতিক ভারত এবং বাংলাদেশ ছাড়াও দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা এ টুর্নামেন্টের অংশ নিবেন।

টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে খেলবেন- মোহাম্মদ রফিক, জাভেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, আব্দুর রাজ্জাক, মেহরাব হোসেন অপি, হান্নান সরকার, রাজিন সালেহ, নাফিস ইকবাল, আফতাব আহমেদ, মুশফিকুর রহমান বাবু, মোহাম্মদ শরিফ এবং আলমগীর কবির।ইতিমধ্যে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী ১৬ মার্চ পর্যন্ত গ্রুপ পর্বে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে শীর্ষ চার দলকে নিয়ে ১৭ ও ১৮ মার্চ অনুষ্ঠিত হবে সেমিফাইনাল।২১ মার্চ মাঠে গড়াবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। আসরের সবগুলো ম্যাচ ভারতের রায়পুরে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।