My Sports App Download
500 MB Free on Subscription


আইপিএলের শুরুটা ভালো হলো না মোস্তফিজের

সাত দিনের কোয়ারেন্টিন শেষ করেছিলেন রবিবার। গত এক সপ্তাহ হোটেল রুমে বসে ওয়ার্কআউট করেই সময় কেটেছে মোস্তাফিজের। একরকম প্রস্তুতি ছাড়াই মোস্তাফিজকে একাদশে সুযোগ দিয়েছে রাজস্থান রয়্যালস! স্বাভাবিক ভাবেই প্রস্তুতিহীন মোস্তাফিজের প্রথম ম্যাচটি একদমই ভালো কাটেনি তার। রাজস্থানের হয়ে সবচেয়ে খরুচে বোলার তিনিই। ৪ ওভারে ৪৫ রান খরচায় ছিলেন উইকেট শূন্য। 

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নেওয়া রাজস্থান রয়্যালসের বোলারদের আজ কঠিন পরীক্ষা দিতে হয়েছে। অধিনায়ক সাঞ্জু স্যামসন তার দলের ৮ জন বোলারদের ব্যবহার করেও সাফল্য পাননি। তার বোলারদের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ছিলেন মোস্তাফিজ। ৪ ওভারে মাত্র চারটি ডট বল দিতে পেরেছেন তিনি। ৪ টি চার ও ১টি ছক্কা হজম করার পাশাপাশি তিনটি ওয়াইড বল করেছেন তিনি।

যদিও নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই মায়াঙ্ক আগরওয়ালকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেছিলেন মোস্তাফিজ। রিভিউতে নিম্চিত আউট দেখা গেলেও আম্পায়ার আবেদনে সাড়া দেননি। আর রাজস্থানও রিভিউ নেয়নি। ফলে নিশ্চিত একটি উইকেট থেকে বঞ্চিত হন মোস্তাফিজ।  রাজস্থানের বোলারদের অগোছালো বোলিংয়ের সুযোগ নিয়ে পাঞ্জাব কিংস অধিনায়ক লোকেশ রাউলের ৫০ বলে ৯১ এবং দীপক হুদার ২৮ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংসের উপর ভর করে ৬ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে। আইপিএলের চলতি আসলে যা সর্বোচ্চ স্কোর।

  •