শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না রুবেলের। ইনজুরির কারনে তাকে বাদ দিয়েই চূড়ান্ত দল ঘোষণার চিন্তা ভাবনা করছে নির্বাচকরা। যদিও রুবেলের জন্য শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছেন প্রধান বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
মূলত কোমড়ের পুরোনো চোট বেড়ে যাওয়াতে বিশ্রামে আছেন রুবেল। গত নিউজিল্যান্ড সফর থেকে দেশে ফেরার পর এখন পর্যন্ত মাঠে ফেরেননি তিনি। রুবেলকে তাই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই মুহুর্তে কোন ব্যাথা না থাকলেও এই ধরনের ব্যাথা যে কোন সময় বেড়ে যেতে পারে। ফলে খেলতে পারবেন কিনা, সে ব্যাপারে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে রুবেলকে।
এ প্রসঙ্গে দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘রুবেল যতদিন খেলবে এই ধরনের ব্যাথা চলবে। ১২-১৫ বছর কিন্তু খেলাটা সহজ না পেসারদের জন্য। শুধু রুবেল না আমাদের অন্য অনেক পেসারই এরকম সমস্যায় ভুগছে। দেখা যায় ক্যারিয়ার লম্বা হয়না কিংবা মাঝে মাঝে খেলে। নিউজিল্যান্ডে থাকা অবস্থাতেই ওর কিছুটা সমস্যা হচ্ছিল এবং এই মুহূর্তে ওর কিন্তু ক্লিনিকালি কোনো ব্যথা নেই। এটা ওর নিজেকে কল দিতে হবে, ম্যাচ ফিটনেসের ব্যাপারটা ওর নিজের বুঝতে হবে। আমরা পরীক্ষা করে আসলে এই মুহূর্তে কোনো ব্যথা পাচ্ছিনা। সব মিলিয়ে আমরা পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে নিচ্ছি। শেষ মুহূর্তে আমাদের নির্বাচকরা জিজ্ঞেস করলে আপডেট দিব।’
আগামী ২৩ মে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। সিরিজের রুবেলের থাকার সম্ভাবনা নিয়ে বিসিবির চিকিৎসক বলেছেন, ‘ওর পুনর্বাসন প্রক্রিয়া চলছে, থাকা না ধাকার বিষয়টিতে শেষ মুহূর্তে নির্বাচকরা সিদ্ধান্ত নিবে। আমাদের কাছে যখন আপডেট জানতে চাইবে যে ওর আজকের অবস্থা কি আমরা সেটা জানাবো। এখনই তো বলার প্রয়োজন নেই যে সেই দলের বাইরে চলে গেছে। এটা একটা চলমান প্রক্রিয়া। দল নির্বাচনের আগে যখন আমাদের জিজ্ঞেস করবে সেদিন, আমরা আপডেট জানাবো।’
টানা খেলার কারনে পেসারদের কোমড়ের ইনজুরিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কোমড়ের ইনজুরি নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘রুবেল যেহেতু এক যুগের বেশি সময় ধরে এলিট লেভেলে বল করছে, সেহেতু এ ধরণের বোলারদের ব্যাকে কিছু ইস্যু হয়ে থাকে। রুবেলও তার ব্যতিক্রম না। কয়েক দফা স্ক্যান করানো হয়েছে, স্ক্যানে তার লো ব্যাকে কিছু সমস্যা দেখা গিয়েছে। যা দীর্ঘ মেয়াদি বোলিংয়ের রিঅ্যাকশন হিসেবেই আমরা সাধারনত পেয়ে থাকি। এই সমস্যাটা মাঝে মাঝে মাথাচাড়া দিবে, রুবেলকে একটা খুব ভালো পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হবে। আর সে সেটিই করছে।’