যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের বেশিরভাগই দল পেয়েছে। অধিনায়ক আকবর আলী বেক্সিমকোর ঢাকার হয়ে খেলবেন। এছাড়া তিন দলের ওয়ানডে টুর্নামেন্টে সেঞ্চুরি পাওয়া তৌহিদ হৃদয় সুযোগ পেয়েছেন বরিশালের হয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলার।
ঢাকায় আকবরের সঙ্গী হিসেবে আছেন শাহাদাত হোসেন দিপু ও তানজিদ হাসান তামিম। এইচপিক্যাম্পের প্রস্তুতি ম্যাচে দূর্দান্ত ফর্মে আছেন তরুণ এই ওপেনার। ওয়ানডে ফরম্যাটে হওয়া একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলেছেন ৭৪ রানের ইনিংস। এরপর কুড়ি ওভারের টুর্নামেন্টে টানা দুই ম্যাচেও হেসেছে তার ব্যাট। ৭৩ ও ৬৬ রানের দুর্দান্ত দুটি ইনিংস উপহার দিয়েছেন জুনিয়র তামিম খ্যাত এই ক্রিকেটার।
এছাড়া চট্টগ্রামের হয়ে সুযোগ পেয়েছেন যুব বিশ্বকাপজয়ী দলের পেসার শরিফুল ইসলাম। তিন দলের ওয়ানডে টুর্নামেন্টে দারুন ছন্দময় বোলিং করেছেন ২০ বছর বয়সী এই পেসার। এছাড়া তৌহিদ হৃদয় বরিশালের হয়ে মাঠ মাতানোর সুযোগ পেয়েছেন। যুব বিশ্বকাপে মোটামুটি পারফরম্যান্স করা তৌহিদকে সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে মনে করা হয়। তিন দলের টুর্নামেন্টে বেশ কয়েকটি দারুন ইনিংস খেলে সবার মন কেড়েছেন হৃদয়।
১২ রাউন্ড শেষে দলগুলোর বর্তমান চিত্র:
বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলী, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলী
জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন সিনিয়র, এনামুল হক বিজয়, শামীম হোসেন, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন।
ফরচুন বরিশাল: তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও ইরফান শুক্কুর, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহী, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল অঙ্কন।
গাজী গ্রুপ চট্টগ্রাম: মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলী, মুমিনুল হক।
মিনিস্টার গ্রুপ রাজশাহী: সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান।