My Sports App Download
500 MB Free on Subscription


বিসিবি সভাপতি বললেন, ঢাকা লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা ক্ষীণই

গত মার্চে প্রথম রাউন্ডের খেলা শেষ হতেই করোনার প্রকোপে ঢাকা প্রিমিয়ার লিগ স্থগিত হয়ে যায়। মে মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সিরিজের পর ফরম্যাট বদলে ২০ ওভারের ঢাকা লিগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সর্বশেষ নেওয়া সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি। বর্তমান পরিস্থিতিতে ঢাকা লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা খুবই ক্ষীন। শনিবার করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিতে গিয়ে সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বোর্ড সভাপতি বলেছেন জৈব নিরাপত্তা বলয় করা ছাড়া কোন ভাবেই ঢাকা লিগ আয়োজন সম্ভব নয়। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেছেন, ‘যে পরিস্থিতি তাতে মাঠে খেলা ফেরানো কোনোভাবেই উচিত হবে না। যতক্ষণ পর্যন্ত আমরা জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত খেলাটা মাঠে গড়ানো একটু কঠিন। সেখানে একটা দল হোক বা দশটা। বিসিবি চেষ্টা করে যাচ্ছে। ওরা যদি আমাকে মানাতে পারে যে জৈব সুরক্ষা বলয়ে ওরা খেলাটা চালাতে পারবে তাহলে খেলব। আমার মনে হচ্ছে সম্ভাবনা খুবই ক্ষীণ।’

এর আগে ৯ মার্চ মাসে শেরে বাংলা স্টেডিয়ামে সিসিডিএম, বিসিবি ও ক্রিকেট অপারেশনসের উচ্চ পর্যায়ের যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্বান্তক্রমে ডিপিএল শুরু হওয়ার কথা ছিলো আগামী মাসের শেষ সপ্তাহে। এবং সেটি ৫০ ওভারের পরিবর্তে ২০ ওভারের ম্যাচে রূপ নিয়েছিল।’

  •