My Sports App Download
500 MB Free on Subscription


ফরম্যাট বদলে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ!

গত বছর মার্চে প্রথম রাউন্ড শেষ হতেই ঢাকা প্রিমিয়ার লিগ বন্ধ হয়ে যায়। করোনার কারনে মাত্র একটি রাউন্ড মাঠে গড়িয়েছিল। এক বছর পর প্রিমিয়ার লিগ মাঠে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম)। তবে স্থগিত হওয়া লিগটি ৫০ ওভারের নয়, হবে কুড়ি ওভারের! মঙ্গলবার এমনটাই আভাস দিয়েছেন সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ।

আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসতে শ্রীলঙ্কা। ঘরের মাঠে লঙ্কান সফর শেষে প্রিমিয়ার লিগ আয়োজনের চিন্তা ভাবনা করছে সিসিডিএমের। কুড়ি ওভারের ফরম্যাটে লিগ আয়োজিত হলেও নতুন করে কোন দল-বদল হবে না। গত লিগের দলবদলেই এবার ২০২১ প্রিমিয়ার লিগ আয়োজনের কথা ভাবছে তারা। আজ মঙ্গলবার দুপুরে শেরে বাংলা স্টেডিয়ামে সিসিডিএম, বিসিবি ও ক্রিকেট অপারেশন্সের উচ্চ পর্যায়ের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে কবে এবং কোন ফরম্যাটে প্রিমিয়ার লিগ আয়োজন করা সম্ভব, সেইসব নিয়ে আলোচনা হয়।

আলোচনা শেষে এক অডিও বার্তায় সিসিডিএমের চেয়ারম্যান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমাদের মূল চিন্তাটা হচ্ছে খেলোয়াড়দের নিয়ে। এখানে ২০০ জনের বেশি খেলোয়াড় অংশগ্রহণ করে। এটাই কিন্তু অনেক খেলোয়াড়ের মেইন রুটি-রুজির জায়গা। সব মিলিয়ে তাই আমাদের ভাবনা কত তাড়াতাড়ি আমরা লিগটা মাঠে গড়াতে পারি। গত বছর করোনার কারনে আমরা প্রিমিয়ার লিগের একটা ম্যাচের পর আমাদের লিগ বন্ধ করে দিতে হয়েছিল। এই মুহুর্তে আমাদের পরিকল্পনা আমরা সেটিকে কিভাবে চালু করতে পারি।’সময় স্বল্পনার কারনে সিসিডিএম ২০ ওভারের লিগ আয়োজনের পক্ষে। এর পাশাপাশি অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও মাথায় রাখছে তারা। বিশ্বকাপের পূর্ব প্রস্তুতির কথা মাথায় রেখে এবং চার সপ্তাহেরও কম সময়ে লিগ শেষ করতে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে প্রিমিয়ার লিগ আয়োজন করতে আগ্রহী সিসিডিএম। 

বিশ্বকাপের প্রসঙ্গ সামনে না আনলেও সময় স্বল্পতার বিষয়টি সামনে আনলেন ইনাম আহমেদ, ‘যেহেতু গত বছর ক্লাবগুলোর সঙ্গে জাতীয় দলের খেলোয়াড়রা চুক্তিবদ্ধ হয়েছে। ক্লাবগুলোও কিছু পেমেন্ট ক্রিকেটারদের করে ফেলেছে। এর বাইরেও মে-জুন মাসে জাতীয় দলের ক্রিকেটারদের ব্যস্ততা নেই। ওই সময় লিগ আয়োজনের পক্ষপাতি আমরা। তবে ওই সময় লিগ আয়োজনে আমাদের কিছু বিষয় কনসিডার করতে হবে। হয়তো টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে গড়াতে পারে লিগ। ঢাকা প্রিমিয়ার লিগ এর আগেও আমরা ওয়ানডে ফরম্যাটে করার পর, টি-টোয়েন্টি টুর্নামেন্ট করেছি। এবার হয়তো আমরা টি-টোয়েন্টি ফরম্যাটে লিগ আয়োজন করবো।’আগামী সপ্তাহের প্রথমদিকে ১২ ক্লাবের সাথে বসে সব কিছু চূড়ান্ত করার কথা সিসিডিএম প্রধানের কন্ঠে, ‘যদিও লিগের বিষয়ে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। এখনো সব কিছু আলাপ আলোচনার মধ্যে আছে। ক্লাবগুলোর সঙ্গে আগে বসতে হবে। সবগুলো ক্লাবের মতামত আগে আমরা নিবো। ক্লাবগুলোর সঙ্গে সামনের শনিবার কিংবা রবিবার মিটিং করবো। এরপর বোর্ডেরও একটা দিক নির্দেশনা আছে। সবকিছু মিলিয়ে আমরা সিদ্ধান্ত নেবো।’