My Sports App Download
500 MB Free on Subscription


সাত নম্বরে ফিনিশারের দায়িত্বে সৌম্য

আক্রমণাত্মক ব্যাটিংয়ে বেশি পটু সৌম্য সরকার। তবে টপ অর্ডার ছেড়ে সৌম্যকে সাত নম্বরে চলে যেতে হবে। ওই পজিশনে টিম ম্যানেজমেন্ট তাকে ফিনিশারের ভূমিকাতে দেখতে চায়। কেন সৌম্যকে সাত নম্বর পজিশনে দেখতে চাইছে টিম ম্যানেজমেন্ট তার ব্যাখা দিলেন তামিম ইকবাল।

ইনিংসের শেষ দিকে বাংলাদেশ দল বহুদিন ধরে একজন পাওয়ার হিটার খুঁজছে। সৌম্যকে এই তালিকায় রাখা হয়েছে। এ ব্যাপারে সোমবার প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো স্পষ্ট ব্যাখা দিয়েছেন। তামিমও ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘সৌম্যর সাত নম্বর পজিশন নিয়ে কোচ আপনাদের ইঙ্গিত দিয়েছে। আমি বলতে চাই, এই বার্তাটা সৌম্যকে দেওয়া হয়েছিল ৪ থেকে ৫ মাস আগে। এটা এমন এক জায়গা যেখানে আমরা এখন পর্যন্ত পারফেক্ট কোন ব্যাটসম্যানকে খুঁজে পাইনি। এখন যদি কাউকে না পাওয়া যায় তখন কাউকে তৈরি করতে হয়।'

হুট করে সৌম্যর উপর এমন কিছু চাপিয়ে দেওয়া হয়নি বলে জানালেন ওয়ানডে অধিনায়ক, ‘সৌম্যকে আমরা এই কথাটা বলেছি প্রেসিডেন্টস কাপের আগে। যে এই পজিশনে আমরা তোমাকে ব্যাট করতে দেখতে চাই, স্কিলফুলি ও মেন্টালি তৈরি হও। তো এটা কারো জন্যেই সারপ্রাইজ হয়ে আসেনি। ওর কাছে পুরো মেসেজটি পরিষ্কার ছিল।’
শেষে তামিম যোগ করেছেন, ‘শুধু সৌম্য না, এখানে মিঠুন আছে, আফিফ আছে। এই স্পটে আমাদের দুই-তিনজন আছে। এই জায়গাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

ছয় নম্বরে মাহমুদউল্লাহ পর, সাতে সৌম্যকে খেলানোর কথা আগেরদিন জানিয়ে গেছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। কঠিন এই ভূমিকার জন্য সৌম্যকে পর্যাপ্ত সময় দেওয়ারও চিন্তা তার, ‘ এই মুহূর্তে রিয়াদের সঙ্গে মিলে সৌম্যকে ইনিংস শেষ করতে দেখতে চাই। তার অভিজ্ঞতা আছে এবং বল হিট করতে পারে ভাল। তার ব্যাটিংয়ের প্রতি আমার ভরসা আছে। আশা করি সে ভালো নৈপুণ্য দেখাবে। ৬ বা ৭ নম্বরে ভূমিকাটা কঠিন। কখনো কখনো আপনাকে ওভারপ্রতি ১০ রান করে নিতে হবে। কখনো আবার ৫০ রানে ৫ উইকেট পড়ার পর আসতে হবে। এটা কঠিন পরিস্থিতি। এই পজিশনে তাকে মানিয়ে নেওয়ার সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে।’

ক্যারিয়ারের বেশিরভাগ ম্যাচে ওপেনিংয়ে ব্যাটিং করেছেন তিনি। এছাড়া ওপেনিং কিংবা লেট অর্ডারে ব্যাটিং করার অভিজ্ঞতা আছে সৌম্যর। কিন্তু সফল হয়েছেন কেবল ওপেনিং কিংবা তিন নম্বর পজিশনেই। ৫৫ ওয়ানডের ক্যারিয়ারে ৩৮ ম্যাচ ওপেনিং করেছেন সৌম্য। তাতে ৩৩.৯৭ গড়ে ১১১৫ রান তার। তবে ক্যারিয়ার শুরুই করেছিলেন তিন নম্বর পজিশনে। এখানে ১৩ ম্যাচ খেলে ৩৯.৩৮ গড়ে ৫১২ রান সৌম্যের। পাঁচ থেকে সাত এই পজিশনে সৌম্য খেলেছেন মাত্র চার ম্যাচ। ৭ নম্বরে ২ ম্যাচে ৩৯, ৬ নম্বরে ১ ম্যাচে ১৯, ৫ নম্বরে ১ ম্যাচে করেন ৩ রান। তব্রু টপ অর্ডারে জায়গা হচ্ছে না হার্ডহিটার এই ব্যাটসম্যান। একাদশে সুযোগ পেলে তার জায়গা হবে ৭ নম্বরে। মূলত আগামী বিশ্বকাপ মাথায় রেখেই টিম ম্যানেজমেন্ট এমন রণকৌশল সাজিয়েছে।