My Sports App Download
500 MB Free on Subscription


স্থানীয় কোচের দ্বারস্থ সৌম্য

২০১৪ সালের শেষ দিকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর খুব অল্প সময়ের মধ্যেই ক্রিকেটভক্তদের মন জয় করেন সৌম্য সরকার। ২০১৫ সালের বিশ্বকাপের পর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সৌম্যের ব্যাটে ভর করে অনেক ম্যাচ জেতে লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু সময়ের স্রোতে নিষ্প্রভ হয়ে গেছে তার ব্যাট। মাঝে মধ্যে দুই একটি ভালো ইনিংস খেললেও ধারাবাহিক ভাবে সেটি হচ্ছে না। সর্বশেষ ৯ ইনিংসের সৌম্যর সর্বোচ্চ রান ৫১! এতেই স্পষ্ট কতটা চাপে আছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। নিজেকে ফিরে পেতে স্থানীয় কোচ মিজানুর রহমান বাবুলের দ্বারস্থ হয়েছেন তিনি।

গত দুইদিন স্থানীয় কোচের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেছেন সৌম্য। মিজানুর রহমান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘কালকে (সোমবার) আমি এখান থেকে যাচ্ছিলাম, তখনই সৌম্যের সাথে দেখা। ওই বলল স্যার আমার সাথে একটু কাজ করেন। সৌম্যদের যে ব্যাচটা অনূর্ধ্ব-১৭ থেকে আমি ওদের কোচ ছিলাম। দিনশেষে ওরা মনে করে যে পুরোনো স্যারদের কাছে ফিরে যাই। স্যাররাতো শুরু থেকে আমাদের দেখেছে, এখন কি অবস্থায় আছি...। ওই আস্থা থেকে হয়তো বলছে স্যার একটু দেখেন।’

ফর্মহীনতার কারনে সৌম্য কিছুটা আত্মবিশ্বাসহীনতা ভুগছেন বলে মনে করেন স্থানীয় এই কোচ, ‘গতকাল (সোমাবার) কিছুক্ষণ ছিলাম, আজকে আসলাম। সৌম্য অনেকদিন রান করতে পারছে না, কিছুটাতো ডিমোরালাইজ। যেহেতু আমাদের দিয়ে হাতেখড়ি, কিছু দায়-দায়িত্ব থাকেই আমাদের। আমরা যদি কিছুটা হলেও তাদের ফর্মে ফিরিয়ে আনতে পারি, সেটা আমাদের জন্যও ভালো লাগবে।’তিনি আরও যোগ করে বলেছেন, ‘আমার কাছে যেটা মনে হয়েছে অল্প কিছু টেকনিক্যাল সমস্যাতো হয়েছেই না হয়তো রান করতে পারতো। সৌম্য বুঝতে পেরেছে যে ওর ব্যালেন্সিংয়ে কিছুটা সমস্যা ছিল। ওটা নিয়েই কাজ করা হচ্ছে, অন্য সব ঠিকঠাক আছে।’