My Sports App Download
500 MB Free on Subscription


ইমনের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

তামিম-সাকিব যা পারেননি তাই করেই দেখালেন পারভেজ হোসেন ইমন। ৪২ বলে সেঞ্চুরি পেলেন যুব বিশ্বকাপজয়ী দলের এই ব্যাটসম্যান। বিশ্ব ক্রিকেটে ৩৫ বলে সেঞ্চুরির রেকর্ড থাকলেও বাংলাদেশি ব্যাটসম্যানদের কেউই এর ধারে কাছে ছিলেন না। আগের রেকর্ডটি ছিল তামিম ইকবালের। ২০১৯ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন তামিম। মঙ্গলবার তামিমের রেকর্ডটি ভেঙ্গে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছেন।

মাত্র একটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলতে নেমেছিলেন পারভেজ হোসেন। দল ব্যর্থ হলেও গড়পড়তা ভালোই খেলছিলেন তিনি। উদ্বোধনী ম্যাচে খুলনার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরির দেখা পেয়েছিলেন ইমন। এরপর বাকি ম্যাচগুলোতে শুরুটা ভালো করে ইনিংসটাকে বড় করতে পারছিলেন না।

মঙ্গলবার রাজশাহীর দেওয়া ২২১ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ঠিক যেমন শুরুর প্রয়োজন ছিল, তেমনটাই করতে পেরেছেন দুই ওপেনার সাইফ হাসান ও তামিম ইকবাল। সাইফের বিদায়ের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন ইমন। শুরু থেকেই রাজশাহীর বোলারদের উপর চড়াও হতে থাকনে বাঁহাতি এই ব্যাটসম্যান। একের পর এক চোখ ধাঁধানো ইনিংস খেলে পূর্ণ করেন সেঞ্চুরি।

পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল। বরিশালের জয়ের জন্য প্রয়োজন ছিল চার রানের, ইমনের সেঞ্চুরির জন্য দরকার ছিল সমান চার রানের। আরেক ইমনের বলে (আনিসুল ইসলাম) চার মেরে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান। ৯ চার ও ৭ ছক্কায় ইমন নিজের ১০০ রানের ইনিংসটি সাজিয়েছেন।

এই রেকর্ড গড়তে ইমন পেছনে ফেলেন তামিমকে। ২০১৯ সালের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১৪১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে চ্যাম্পিয়ন করিয়েছিলেন তামিম। ওই ম্যাচে সেঞ্চুরি পেতে তামিম খেলেছিলেন ৫০ বল। এরপর চলতি বছর নাজমুল হোসেন শান্ত খুলনা টাইগার্সের হয়ে করেছিলেন ৫১ বলে সেঞ্চুরি। মঙ্গলবার নিজের দ্বিতীয় সেঞ্চুরিটি পেতে নাজমুল খেলেছেন ৫২ বল।