My Sports App Download
500 MB Free on Subscription


ওয়ানডে সিরিজের দল ঘোষণা আজই, থাকতে পারেন ইমরুল

চলতি মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে সামনে রেখে আজই বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। দলে ডাক পেতে যাচ্ছেন লম্বা সময় ধরে উপেক্ষিত থাকা টপ অর্ডার ব্যাটার ইমরুল কায়েস। দল ঘোষিত পারে শনিবার বিকেল কিংবা সন্ধ্যা নাগাদ।

প্রাথমিক দলে ডাক পাওয়াদের মধ্যে যারা বাংলাদেশে আছেন তাদের নিয়ে রবিবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন ক্যাম্প। বাকিরা যোগ দিবেন শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষ দেশে ফিরে, দুই তিন দিন বিশ্রাম নিয়ে। এভাবে চলবে ঈদের আগ পর্যন্ত। ঈদের ছুটির পর চূড়ান্ত দলে ডাক পাওয়াদের করোনা পরীক্ষা শেষে জৈব সুরক্ষা বলয়ে নিয়ে শুরু হবে চূড়ান্ত দলের অনুশীলন।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সুত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সুত্রটির দেওয়া তথ্যমতে, ‘আজ বিকেলেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল ঘোষণা করার কথা। ইমরুল কায়েস সম্ভবত প্রাথমিক এই আসছে।’

ওয়ানডে ফর্মেটে বাংলাদেশের জার্সিতে ইমরুল কায়েসকে সবশেষ দেখা গিয়েছিল ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরে। কিন্তু দুই ম্যাচ সিরিজেরে ওই ওয়ানডে ব্যাট হাতে নিদারুণ নিস্প্রভ থাকায় (৪,০) বাদ পড়েন অভিজ্ঞ এই টাইগার টপ অর্ডার। এরপরে টিম কম্বিনেশনের কারণে আর দলে জায়গা হয়নি। অবশেষে প্রায় তিন বছর পরে আবার জাতীয় দলের চৌহর্দিতে ফিরলেন ইমরুল।এদিকে বিসিবি’র অপর এক সুত্রের দেওয়া তথ্যানুযায়ী, তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে আগামী ১৬ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। ২১মে গড়াবে সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচটি। আর ২৩,২৫ ও ২৭ মে অনুষ্ঠিত হবে সিরিজের তিন ওয়ানডে।

  •