My Sports App Download
500 MB Free on Subscription


ডু প্লেসির ১ রানের আক্ষেপ

টেস্টে সেঞ্চুরি যেকোনো ক্রিকেটারের জন্যই স্বপ্নের মতো। কেউ নার্ভাস নাইটিজে আউট হলে তাঁকে দুঃর্ভাগা বলা যায়। তবে কেউ যদি মাত্র ১ রানের জন্য রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেন, তাঁকে কি বলা যায়? এমনই এক আক্ষেপে পুড়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি। 

সেঞ্চুরিয়ানে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১৯৯ রানে আউট হয়েছেন তিনি। এর আগে আরও ১০ জন এমন স্বপ্ন ভঙ্গের বেদনায় পুড়েছেন। ১৯৮৪ সালে ইতিহাসে প্রথমবারের মতো ১৯৯ রানে আউট হয়েছিলেন পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ নাজার।

এর দুই বছর পর ভারতের তৎকালীন অধিনায়ক আজহারউদ্দিন ১৯৯ রানে আউট হয়ে তার সঙ্গী হন। ১৯৯৭ সালে ১৯৯ রানে আউট হওয়ার নজির দুইবার দেখে ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়ার ম্যাথু এলিয়ট এবং লঙ্কান তারকা সনাথ জয়সুরিয়া সে বছর মাত্র ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেন।

সাবেক অজি অধিনায়ক মার্ক ওয়াহও ১৯৯ রানে আউট হয়েছিলেন। সেটা ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এ ছাড়া ২০০১ সালে অ্যান্ডি ফ্লাওয়ার, ২০০৬ সালে ইউনিস খান, ২০০৮ সালে ইয়ান বেল, ২০১২ সালে কুমারা সাঙ্গাকারা, ২০১৫ সালে স্টিভ স্মিথ এবং ২০১৬ সালে লোকেশ রাহুল এই দুর্ভাগ্যের শিকার হয়েছিলেন।

ডু প্লেসির আগে একই রকম স্বপ্ন ভঙ্গ হয়েছিল প্রোটিয়া তারকা ডিন এলগারকে। ২০১৭ সালে পচেফস্ট্রমে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের বলে ১৯৯ রানে আউট হন এলগার। এবার দ্বিতীয় প্রোটিয়া ক্রিকেটার হিসেবে এই দলে নাম লেখালেন ডু প্লেসি।