My Sports App Download
500 MB Free on Subscription


ফের করোনা পজিটিভ পাকিস্তানের ছয় ক্রিকেটার

টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে গেছে পাকিস্তান ক্রিকেট দল। সেখানে পৌছানোর পর করোনা পরীক্ষা করানো হলে পাকিস্তানের ছয় ক্রিকেটারের ফলাফল পজিটিভ এসেছে। ক্রাইস্টচার্চে বর্তমানে দলের এই ছয় জনকে আইসোলেশনের মাধ্যমে বাকি সদস্যদের থেকে আলাদা করে রাখা হয়েছে।

বৃহস্পতিবার নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) একটি বিবৃতিতে এমটাই জানিয়েছে। এমনকি সেই বিবৃতিতে তারা করোনার ছয়টি ফলাফলের মধ্যে দুটি 'ঐতিহাসিক' বলে গণণা করেছে এবং চারটিকে নতুন বলে গণ্য করেছে। কেননা এর আগে ইংল্যান্ড সফরের সময় পাকিস্তানের ৯ জন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছিলেন। এবার নিউজিল্যান্ড সফরেও তাদের মধ্যে দুইজন আবারো করোনা আক্রান্ত হলেন। তাই এই দুটিকে এনজেডসি ঐতিহাসিক বলে ঘোষণা করেছে।

যদিও নিউজিল্যান্ড সফরের জন্য ৫৩ সদস্যের বিশাল বহর নিয়ে লাহোর ছেড়েছিল পাকিস্তান জাতীয় দল। তখন চার দফায় তাদের করোনা পরীক্ষা করানো হলে প্রত্যকেরই ফলাফল নেগেটিভ এসেছিল। বুধবার ক্রাইস্টচার্চে পৌছালে তাদের করোনা পরীক্ষার নমুনা নেয়া হয়। সেখানে বৃহস্পতিবার দলের ছয় সদস্যের করোনা পজিটিভ খবর পাওয়া যায়।

যদিও সেখানে পৌছানোর পরই পাকিস্তান দলের বেশ কয়েকজন সদস্য কোয়ারেন্টাইন নীতি ভঙ্গ করেছিলেন। এনজেডিসি এক বিবৃতিতে বলেছে, 'সিসিটিভি ফুটেজে দেখা যায় দলের কিছু সংখ্যক সদস্য আইসোলেশন ভঙ্গ করেছেন। তা স্বত্ত্বেও আমরা তাদের সঙ্গে কঠোর কোয়ারেন্টাইন নীতি মেনে চলতে আলোচনা চালিয়ে যাচ্ছি।'

পাকিস্তান দলের ছয় সদস্য পজিটিভ হলেও বাকি ৪৭ জনেরই ফলাফল নেতিবাচক এসেছে। তবুও দলের প্রত্যকে সদস্যকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এমনকি তারা এ সময় অনুশীলন করতে পারবে না বলে আরো কঠোর হয়েছে নিউজিল্যান্ড।

এনজেডিসি বিবৃতিতে ‌আরো বলেছে, 'যদিও পাকিস্তান স্কোয়াডের পক্ষে এটি হতাশাজনক খবর। তবে পরীক্ষার ফলাফল এবং গৃহীত পদক্ষেপগুলি দেখায় যে সরকার ব্যবস্থা সঠিক পথে রয়েছে।'

নিউজিল্যান্ড সফরে পাকিস্তান জাতীয় দল ৩টি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট সিরিজ খেলবে। যেটি ২০ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।