৮ বছর পর আগামী জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল সাকিব-তামিমদের। তবে দুই বোর্ড আলোচনা মাধ্যমে একটি টেস্ট কমানোর পাশাপাশি একটি টি-টোয়েন্টি বাড়িয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ এক টেস্ট, তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলবে। এ ব্যাপারে আকরাম খান বলেছেন, ‘আমরা একটি টেস্ট কমিয়ে একটি টি-টোয়েন্টি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। জিম্বাবুয়েও আমাদের প্রস্তাবকে সমর্থন করেছে।’
শ্রীলঙ্কা সিরিজ শেষেই শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। লিগে জাতীয় দলের সবাই অংশ গ্রহণ করবে। আগামী ৩১ মে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে। ২৪ জুন পর্যন্ত চলবে লিগের খেলা। মূলত খেলোয়াড়দের বিশ্রামের কথা চিন্তা করে এক সপ্তাহ পর জিম্বাবুয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
এখনো সূচী চূড়ান্ত না হলেও বিসিবি সুত্রে জানা গেছে, বাংলাদেশ দল ২৯ জুন দল জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওয়ানা হবে। ৩ ও ৪ জুলাই দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই দলের আসল লড়াই শুরু হবে ৭ জুলাই একমাত্র টেস্ট দিয়ে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ১৬, ১৮ ও ২০ জুলাই। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারেতে। একই ভেন্যুতে ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টি খেলে সফর শেষ করবে বাংলাদেশ।