আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ওয়ানডে দলের ২৪ সদস্যের প্রাথমিক দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের উদ্বোধনী ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনের দেখা এক্সাইটিং ট্যালেন্ট এই তরুণ তুর্কীকে ভবিষ্যতের ভাবনায়ই দলে রেখেছেন তাঁরা।
ইমনের শুরুটা মূলত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে। দেশকে প্রথমবারের মতো যুবাদের বিশ্বকাপ জেতাতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ভারতের বিপক্ষে ঐ টুর্নামেন্টের ফাইনালে খেলেছিলেন ৪৭ রানের দুর্দান্ত এক ইনিংস। সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও ইমনের পারফরম্যান্স নজর কেড়েছে সবার। মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে তাঁর অপরাজিত ১০০ রানের ইনিংসটি তো ছিল টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
পুরো টুর্নামেন্ট জুড়ে ৯ ম্যাচে করেছিলেন ২৩৩ রান। বড়দের প্লাটফর্মে ১৮ বছরের একজন তরুণের এ ধরণের পারফরম্যান্স নিঃসন্দেহেই ঈর্ষনীয়। পুরষ্কার স্বরূপ আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে ডাক পেলেন ইমন। তাকে দলে নেয়ার প্রসঙ্গে বাশার তো বলেই ফেললেন তাঁর দেখা অন্যতম এক্সাইটিং ট্যালেন্ট এই বাঁহাতি ব্যাটসম্যান। ভবিষ্যতে কাজে লাগানোর পরিকল্পনায় তাঁকে গড়ে তোলার পক্ষে মত তাঁর।
সোমবার স্কোয়াড ঘোষণার পর সাংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বাশার বলেন, 'ইমন আমার দেখা এক্সাইটিং ট্যালেন্ট। ওকে আমরা সুযোগ দিচ্ছি যাতে আরো ওকে আরো দ্রুত প্রস্তুত করা যায়। ভবিষ্যতে যেন ওকে আমরা কাজে লাগাতে পারি। আমরা যে দুটো অনুশীলন ম্যাচ খেলব ১৪ আর ১৬ তারিখ সেখানেও আমাদের একটা দল গঠন করতে হবে। এই ছেলেদের আমরা সুযোগ দিচ্ছি যাতে অভিজ্ঞদের সঙ্গে খেলে ওরা নিজেদের প্রস্তুত করতে পারে।'
ইমনের সঙ্গে এই স্কোয়াডে ডাক পেয়েছেন তারই অনুর্ধ্ব-১৯ দলের সতীর্থ বাঁহাতি পেস বোলার শরিফুল ইসলাম। তিনিও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে করেছিলেন অসাধারণ বোলিং। ১০ ম্যাচে নিয়েছিলেন ১৬ উইকেট। হয়েছেন টুর্নামেন্টের চতুর্থ সেরা বোলার। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে নিয়মতই নিজের প্রতিভার জানান দিয়ে আসছিলেন এই তরুণ পেসার। এমনকি খেলেছিলেন 'এ' দলের হয়েও। তাই স্কোয়াড ঘোষণার পর শরিফুলের প্রশংসা ঝড়েছে বাশারের কন্ঠে।
শরিফুল প্রসঙ্গে বাশার বলেন, 'দেখুন এটা কিন্তু আমাদের প্রাথমিক স্কোয়াড। এখানে নতুন যারা আছে তারা কিন্ত সদ্য সমাপ্ত টুর্নামেন্টটায় এবং তার আগের টুর্নামেন্টটায় ভালো করেছে। শরিফুল কিন্তু অনেক বছর ধরে ভালো খেলছে। এমনকি শরিফুল কিন্তু আমাদের 'এ' দলেও খেলে এসেছে। ও সহ বাকিরা (নতুনরা) কিন্তু আমাদের পাইপলাইনে আছে অনেকদিন ধরে।'