My Sports App Download
500 MB Free on Subscription


করোনা মুক্ত পাকিস্তান দল, অপেক্ষা অনুশীলনে ফেরার

করোনা পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফর দিয়ে ক্রিকেট ফিরেছে। যে কারণে তুমুল আলোচনায় ছিল সিরিজটি। তবে সেই আলোচনা যেন ছাপিয়ে গেছে পাকিস্তানের নিউজিল্যান্ড সফর। কয়েক দফায় করোনা আক্রান্ত হওয়ার পর অবশেষে করোনা মুক্ত হয়েছে পাকিস্তান দল।

করোনা নেগেটিভ হওয়ায় এবার অনুশীলনে ফিরতে যাচ্ছে ক্রিকেটাররা। নিউজিল্যান্ড সফরে যাওয়ার বিমান ধরার দুই সপ্তাহ আগেও সবাই নেগেটিভ ছিলেন। যে কারণে খেলোয়াড়, কোচ এবং অন্যান্য স্টাফ মিলিয়ে ৫৪ সদস্যের বিশাল বহরকে কিউই সফরের অনুমতি দিয়েছিল পাকিস্তান সরকার।

যদিও সদস্য সংখ্যা আরও একজন বাড়তে পারত। কিন্তু করোনা পজিটিভ আসায় ফখর জামানকে রেখেই সফরে যাওয়া বাবর আজমের দল। কিন্তু নিউজিল্যান্ডে পা রাখার পরই বদলে যেতে থাকে দৃশ্যপট।সেখানে পৌঁছার পর থেকেই যেন পাকিস্তান ক্রিকেট দলের ভাগ্যে শনির দশা লেগে রয়েছে।

করোনা যেন কিছুতেই পিছু ছাড়ছিল না দলটির। নিউজিল্যান্ড সফরে এসে প্রথমবারের করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন ৬ ক্রিকেটার। এরপর আরও চারজনের করোনা আক্রান্ত হওয়ার তথ্য দেয় নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়।

চলতি সফরে পাকিস্তানের ১০ জন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। অবশেষে পঞ্চম ও শেষ পরীক্ষায় করোনা নেগেটিভ হয়েছেন দলের সঙ্গে থাকা সবাই। যে কারণে অনুশীলনে ফিরতে আর কোনো বাঁধা রইলো না পাকিস্তানের। যদিও দলগত অনুশীলনে ফিরতে নিউজিল্যান্ড সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইতিবাচক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাবরের দল। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে আগামী ১৮, ২০ ও ২২ ডিসেম্বর। এরপর দুই টেস্টের প্রথমটি শুরু ২৬ ডিসেম্বর এবং পরেরটি ২০২১ সালের ৩ জানুয়ারি।

  •