My Sports App Download
500 MB Free on Subscription


বাংলাদেশ সিরিজ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু ওয়েস্ট ইন্ডিজের

বাংলাদেশ সিরিজ দিয়েই ২০২৩ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজ দিয়েই বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দলেরই ওয়ানডে সুপার লিগ শুরু হচ্ছে।

২০২৩ বিশ্বকাপের আয়োজক ভারত ছাড়া বাকি সাত দলই নির্বাচন হবে এই লিগ থেকে। আর বাকি দুই দল নির্বাচিত হবে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে। বাংলাদেশ সফর থেকে সরিয়ে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ বেশ কয়েকজন ক্রিকেটার।

যদিও যারা সুযোগ পেয়েছেন তারা কারো জায়গা পূরণ করতে আসেননি বলে জানিয়েছেন, দলটির প্রধান কোচ ফিল সিমন্স। এটা তাদের দলে জায়গা করে নেয়ার সুযোগ হিসেবেই দেখছেন ক্যারিবীয় কোচ।

এক ভিডিও কনফারেন্সে সিমন্স বলেন, 'এটাই বিশ্বকাপের প্রস্তুতির শুরু। বিশ্বকাপে কোয়ালিফাই করার শুরুটা এখান থেকেই হচ্ছে। সফরে যারা আছে তাঁরা এখানে অন্যের জায়গা পূরণ করতে আসেনি, এটা তাদের জন্য সুযোগ। দলে জায়গা দখল করার সুযোগ।'

সিমন্স দলের সব ক্রিকেটারকেই একটা বার্তা দিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে এবং দুই টেস্টে ভালো করলে তাদের আর দল থেকে বাদ দেয়া হবে না।

সিমন্স বলেছেন, 'সব ক্রিকেটারের প্রতি আমার এই বার্তাটা থাকবে। এখানে যদি তিনটি ওয়ানডে ও দুটি টেস্টে ভালো করেন, তাহলে আপনি নিজেকে এমন জায়গায় নিয়ে গেলেন যেখানে কেউ আপনাকে সরাতে পারবে না। এই সুযোগটা শুধু আপনারই।