সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তিন ফরম্যাটেরই দশকসেরা একাদশ প্রকাশ করেছে। যেখানে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি কোনো ফরম্যাটেই জায়গা হয়নি পাকিস্তানের কোনো ক্রিকেটারের। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই ক্ষোভ বিরাজ করছে পাকিস্তানের ক্রিকেট সমর্থক এবং সাবেকদের মাঝে।
এ নিয়ে ইতোমধ্যে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। এমন সময় নিজের পছন্দের সেরা পাঁচ বোলারের তালিকা প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ব্রায়ান লারা। যেখানে জায়গা পেয়েছেন পাকিস্তানের দুই ক্রিকেটার।
লারার তালিকায় থাকা পাকিস্তানের দুই বোলার হলেন, ‘সুলতান অব সুইং’খ্যাত পেসার ওয়াসিম আকরাম এবং তারই সাবেক সতীর্থ পেসার ওয়াকার ইউনুস।
লারার তালিকায় থাকা বাকি তিন বোলার হলেন, অস্ট্রেলিয়ার লেগস্পিনার শেন ওয়ার্ন, সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা এবং
শ্রীলঙ্কার অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন। ক্যারিয়ারে যাদের বিপক্ষে খেলেছেন তাদের থেকেই সেরা পাঁচ বেছে নিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে এই তালিকা দিয়েছেন লারা। ভক্ত-সমর্থকরা তার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন, সেটি বেশ ভালোভাবেই জানেন সাবেক এই ব্যাটসম্যান। যে কারণে সেখানে তিনি পরিষ্কারভাবেই উল্লেখ করেছেন যে এটি তার ব্যক্তিগত পছন্দ, অন্যদের সঙ্গে নাও মিলতে পারে।
এ প্রসঙ্গে তিনি ইনস্টাগ্রামে লারা লিখেছেন, ‘আমি নিজের পছন্দ তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছি এবং সেরা পাঁচজনের নাম দিলাম। দেখুন আপনার জন্য সেরা পাঁচজনের বিন্যাসটা কেমন হয়েছে। দয়া করে কেউ বলবেন না- অমুকের নাম কোথায়। এটা আমার পছন্দের সেরা পাঁচ, আপনার নয়।’