My Sports App Download
500 MB Free on Subscription


মাঠের পারফরম্যান্সে হতাশ রুবেল

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বেক্সিমকো ঢাকা। নিজেদের তৃতীয় ম্যাচে জেমকন খুলনার বিপক্ষে ৩৭ রানে হেরে টুর্নামেন্টে টানা তৃতীয় হার দেখলো মুশফিকুর রহিমের দল। দলের এমন করুণ অবস্থায় জন্য দলের ব্যাটি-বোলিং এবং ফিল্ডিং ইউনিটকে দুষছেন পেসার রুবেল হোসেন।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় মিনিস্টার রাজশাহীর কাছে হেরেছিল খালেদ মাহুমদ সুজনের শিষ্যরা। এরপর দ্বিতীয় ম্যাচেও হারের তারা। ওই ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে মাত্র ৮৯ রানে অলআউট হয়ে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল দলটি। তাতে করে টুর্নামেন্টে এখন পর্যন্ত জয় না পাওয়া ঢাকা অবস্থান করছে পয়েন্ট টেবিলের তলানিতে।

খুলনার বিপক্ষে হারের পর দলটির পেসার রুবেল জানিয়েছেন, সবদিক থেকে তারা ভালো ক্রিকেট খেলছে না। সেই সঙ্গে তাদের বোলার এবং ব্যাটসম্যানদের পারফরম্যান্সে খুশি নন তিনি। ফিল্ডারদের দোষ দেখছেন ডানহাতি এই পেসার।

রুবেল বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে আমরা সবমিলিয়ে তেমন একটা ভালো ক্রিকেট খেলছি না। প্লাস হচ্ছে আমাদের ফিল্ডিং সাইডটা তেমন একটা ভালো হচ্ছে না প্লাস হচ্ছে আমাদের ব্যাটিং সাইডটাও তেমন একটা ভালো হচ্ছে না। তো আমার কাছে মনে হয় এইটা আমরা খুব তাড়াতাড়ি কার্যকর করতে পারলে হয়তো বা ভালো ফলাফল করতে পারব।’

দলীয় মাত্র ১৪ রানেই টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে বসে ঢাকা। যে কারণে খুলনার বিপক্ষে হারের জন্য ব্যাটসম্যানদের দায় দিচ্ছেন তিনি। তিনি মনে করেন, দলের উদ্বোধনী ব্যাটসম্যানরা দলকে ভালো শুরু এনে দিতে পারেননি। ম্যাচ জেতার জন্য দলের শুরুটা ভালো হওয়া দরকার।

এ প্রসঙ্গে রুবেলের ভাষ্য, ‘আজকের ম্যাচের যেটা বলতে চাই আমাদের ওপেনাররা তেমন একটা ভালো খেলতে পারে নাই শুরুটা খারাপ হইছে সে কারণেই হয়তো ম্যাচটা অন্যদিকে চলে গিয়েছে। তো আমার কাছে মনে হয় শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। তো শুরুটা যে দলের ভালো হয় ম্যাচটা তাদের দিকেই যাওয়ার সুযোগ থাকে বেশি।’

প্রথমবারের মতো একাদশে সুযোগ পাওয়া শফিকুল ইসলাম ৩৪ রানে নিয়েছেন ২ উইকেট। শফিকুলের বোলিং নিয়ে বেশ আশাবাদী রুবেল। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘ওর সাথে আমি নেটে বোলিং করেছি আসলে তখনই আমি দেখেছি মাশাআল্লাহ খুবই ভালো বোলিং করে। ওর পেসও আছে প্লাস ভেরিয়েশন আছে। ভালো ছেলে ভালো বোলার আমার কাছে মনে হয় ওর ভবিষ্যত খুব ভালো হবে।’

  •