My Sports App Download
500 MB Free on Subscription


৪ বছর পর লাল বলে হাসলেন তাসকিন

২০১৭ সালের মার্চ, প্রতিপক্ষ ছিল এই শ্রীলঙ্কাই। ভেন্যু অবশ্য ভিন্ন, খেলেছিলেন গলে। ওই টেস্টেই তাসকিন আহমেদ পেয়েছিলেন সবশেষ উইকেট। এরপর কেটে গেছে ৪ বছর, যদিও এ সময়ের মধ্যে মাত্র একটি টেস্টই খেলেছেন তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সময়ের পরিক্রমায় আবারও লাল বলে হাসলেন তাসকিন। লম্বা বিরতি শেষে মাতলেন উইকেট উদযাপনে।

শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডি টেস্টে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দিয়েছেন তাসকিন। এই পেসারের বলে ফিরেছেন ওশাডা ফার্নান্ডো। দিমুথ করুণারত্নের সঙ্গে যখন এই ব্যাটসম্যান দাঁড়িয়ে গিয়েছিলেন, ঠিক তখনই সফরকারীদের কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দিলেন তাসকিন। ডানহাতি পেসারের লেগ স্টাম্পে পড়া বল ফার্নান্ডোর ব্যাট ছুঁয়ে গেলে ঝাঁপিয়ে গ্লাভসবন্দি করেন লিটন দাস। ফেরার আগে ৪৩ বলে ৪ বাউন্ডারিতে ওশাডা করেন ২০ রান।

লম্বা সময় পর টেস্টে সুযোগ হয়েছে তাসকিনের। সেই সময়টাও সাড়ে তিন বছরের বেশি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ খেলা টেস্টের দুই ইনিংসে ৩২ ওভার বল করলেও কোনও উইকেট ছিল না তার। মাঝে ফর্মহীনতা ও চোটের কারণে খেলা হয়নি। এখন শ্রীলঙ্কার বিপক্ষে ফিরেই দুর্দান্ত বোলিংয়ে উইকেট উদযাপন করলেন এই পেসার।

  •