ঢাকা ও চট্টগ্রামের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হুট করেই খেলা বন্ধ হয়ে যায়। বিদ্যু বিভ্রাটের কারনেই এমন ঘটনা ঘটেছে। ৫টা ১৬ মিনিটে দুই দলের খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যান। ফ্লাডলাইটগুলো জ্বললেও বেশ কিছু লাইট বন্ধ ঠিলো। যার ফলে মাঠে আলোর স্বল্পতা তৈরি হয়।
আলো ঠিক হতেই মাঠে নামেন দুই দলের ক্রিকেটাররা। ৫টা ২৫ মিনিটে ফেল খেলা শুরু হয়।বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মঙ্গলবার ফাইনালে যাওয়ার মিশন নিয়ে মাঠে নামছে বেক্সিমকো ঢাকা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিকেল সাড়ে চারটায় মাঠে নেমেছে দুই দল। যাতে ফাইনালে যাওয়ার সমান সুযোগ দু’দলের সামনেই! এই ম্যাচটিতে যারা জিতবে, তারা আগামী শুক্রবার জেমকন খুলনার সঙ্গে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে।