My Sports App Download
500 MB Free on Subscription


ক্ষমা চাইলেন পেইন

ঋষভ পান্ত, হনুমা বিহারি, এবং রবিচন্দ্রন অশ্বিনের অসাধারণ পারফরম্যন্সের উপর ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্ট ড্র করেছে ভারত। নিশ্চিত জয় হাত থেকে ফসকে যাওয়ায় সিডনি টেস্টের শেষদিন ক্ষণে ক্ষণে মেজাজ হারিয়েছেন অজি অধিনায়ক টিম পেইন।

ম্যাচের মধ্যেই তিনি স্লেজিং করেছেন বেশ কয়েকজন ভারতীয় ব্যাটসম্যানকে। এর মধ্যে সবচেয়ে বেশি উত্তপ্ত বাক্য বিনিময় হয় তার অশ্বিনের সঙ্গে। ম্যাচ শেষে এই প্রসঙ্গে কথা বলেছেন পেইন। তিনি নিজের ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন।

পেইন বলেছেন, ‘একজন অধিনায়ক হিসেবে আমি খেলাটাকে উপভোগ করতে চাই। অধিনায়ক হিসেবে আমি সবসময় হাসিমুখে থাকতে চাই এবং কাল কিছুই আমার প্রত্যাশামতো হচ্ছিল না আমাদের দলের মান অনুযায়ী। আমি মানুষ, আমি আমার ভুলগুলোর জন্য ক্ষমা চাচ্ছি।'

বিশেষ করে আম্পায়ারের সঙ্গে কথা বলতে গিয়ে যেভাবে ক্ষেপে গিয়েছিলেন এর জন্য লজ্জিত পেইন। তিনি বলেন, 'আমি যেটা করেছি তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। আমি পুরো ম্যাচেই মেজাজ হারিয়েছি। বিশেষ করে আম্পায়ারদের সঙ্গে দ্বিতীয় দিন যেভাবে কথা বলেছি সেটা গ্রহণযোগ্য নয়।'

অস্ট্রেলিয়া দলকে তিনি যেভাবে নেতৃত্ব দিতে চান এটা তার বৈশিষ্ট নয় বলেও জানিয়েছেন পেইন। তার মতে, গত ছয় মাস ধরেই ভালো করছে অস্ট্রেলিয়া। অধিনায়ক হিসেবেও নিজেও অনেক পরিপক্ষ হয়ে উঠছেন বলে জানিয়েছেন এই অজি দলপতি।

তার ভাষ্য, 'আমি দলকে যেভাবে নেতৃত্ব দিতে চাই এটা তার প্রতিফলন নয়। গত ১৮ মাস ধরে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি এবং কাল প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি এরপরই আমি এমন কাণ্ড ঘটিয়েছি।'