My Sports App Download
500 MB Free on Subscription


ঐচ্ছিক অনুশীলন সাড়লেন মুশফিক-লিটনরা

ক্রিকেটারদের এক সপ্তাহের ছুটি শুরু হয়েছে রবিবার থেকে। তারপরও সোমবার মুশফিক-লিটনরা মিরপুরের ২২ গজে ঘাম ঝড়িয়েছেন। কোয়ারেন্টিন ইস্যুতে ফিরেই অনুশীলনে যোগ দিতে পারেননি মুশফিক-লিটনরা। রবিবার প্রথমদিনে অনুশীলনের পর আজ ঐচ্ছিক অনুশীলনে যোগ দিয়েছেন শ্রীলঙ্কা ফেরত বেশ কয়েকজন ক্রিকেটার। 

শ্রীলঙ্কা ফেরত বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে মাহমুদউল্লাহ, ইমরুলও ছিলেন অনুশীলনে। নির্ধারিত সময়ের ঘন্টাখানেক আগেই মাঠে আসেন মাহমুদউল্লাহ ও মুশফিক। হালকা ব্যয়াম করেই মুশফিক সেন্ট্রার উইকেটে ব্যাটিং করতে চলে যান। দুইজন নেট বোলারের পাশাপাশি একজন থ্রোয়ার নিয়ে আধাঘন্টার মতো ব্যাটিং করেছেন মুশফিক। এক পাশে দাঁড়িয়ে মুশফিকের সেই ব্যাটিং দেখছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

এদিকে মাহমুদউল্লহ তখনো পুরো মাঠ চক্কর দিতে ব্যস্ত। মোট ছয়বার তিনি হোম অব ক্রিকেট চক্কর দিয়ে ড্রেসিং রুমে ফিরেছেন। মুশফিকের ব্যাটিং শেষ হতেই একে একে মাঠে নামেন লিটন, তাইজুল, লিটন, নাঈম শেখ, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও মেহেদী হাসান মিরাজসহ বেশ কয়েকজন ক্রিকেটার।

অনুশীলনের প্রথম দিন থেকে মাঠে ছিলেন প্রাথমিক দলের ১৩ ক্রিকেটার। রবিবার তাদের সঙ্গে মুশফিক-লিটনসহ শ্রীলঙ্কা সফরের ৬ ক্রিকেটার যোগ দিয়েছেন। আর শ্রীলঙ্কা ফেরত দলটির জন্য ঐচ্ছিক অনুশীলন হওয়াতে মাঠে দেখা যায়নি তামিম ইকবাল-শরিফুল ইসলামদের। গত এক সপ্তাহ কোয়ারেন্টি ইস্যুতে অনুশীলন করতে পারেননি বলেই ঐচ্ছিক অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন তারা। 

আগের দিনের মতো আজও পাওয়ার হিটিং অনুশীলন করেছেন ব্যাটসম্যানরা। সেন্ট্রার উইকেটে লং অন, লং অফ, মিড উইকেট কিংবা রিভার্স সুইপে লম্বা শটস খেলার চেষ্টা করেছেন মুশফিক-লিটনরা। সেই সঙ্গে তাইজুল-মিরাজরাও হাত ঘুরিয়ে নিজেদের অনুশীলনরা সেড়ে নিয়েছেন।

সাকিব-মোস্তাফিজ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকায় অনুশীলনে অংশ নিতে পারেননি। ঈদের পর পুরো দল নিয়েই অনুশীলন শুরু করবেন রাসেল ডমিঙ্গো। আগামী ১৮ মে শুরু হবে শ্রীলঙ্কা সিরিজের ‘আসল’ প্রস্তুতি। ওই অনুশীলনে সাকিব-মোস্তাফিজের অংশ নেওয়ার জোড় সম্ভাবনা রয়েছে। যেহেতু দুইজনেরই করোনা ভাইরাস পরীক্ষায় দুইবার নেগেটিভ ফল এসেছে। 

আগামী ১৬ মে ঢাকায় পৌঁছাবে শ্রীলঙ্কা। ঢাকায় ফিরেই সফরকারীরা পালন করবে তিনদিনের রুম কোয়ারেন্টিন। এর পর ১৯ মে থেকে তারা অনুশীলনে ফিরতে পারবে। ১৯ ও ২০ মে মিরপুরের একাডেমিতে দুই দিনের অনুশীলন শেষে লঙ্কানরা বিকেএসপিতে একটি প্রস্তুতিমূলক ওয়ানডে খেলবে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুই দলের আসল লড়াই শুরু হবে ২৩ মে থেকে। ২৫ ও ২৮ মে সিরিজের শেষ দুটি ওয়ানডেও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

  •