কোয়ারেন্টাইন জটিলতার কারণে কয়েকদফা আলোচনার পরেও স্থগিত হয়েছে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর। তবে স্থগিত হওয়া সেই সিরিজটি আবার চলতি বছরের শুরুতে আয়োজন করতে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি জানিয়েছেন, তারা এই স্থগিত সিরিজটি এপ্রিলে আয়োজনের করার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন, ‘এটা এই মুহুর্তে এপ্রিলকে টার্গেট করে করা হচ্ছে। এই সময়টায় ফাকা আছে আমাদের এবং শ্রীলঙ্কার জন্য। সেভাবেই আমরা কাজ করছি।”
লঙ্কা সফরে টেস্টের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ যুক্ত হবে কিনা তা নিয়ে দুই বোর্ডের মাঝে এখনও কোনো আলোচনা হয়নি। পরবর্তী সূচিতে ফাকা থাকলে টি-টোয়েন্টির কথা ভাবা হবে বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী, ‘শ্রীলঙ্কা সিরিজের ব্যাপারে আমাদের শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে কথা হচ্ছে। শ্রীলঙ্কা বোর্ড সাধারণত এই প্রস্তাবটা ওদের কাছে থেকে এসেছে। প্রথমে আমাদের যখন আলোচনাটি হচ্ছিলো কিন্তু সিরিজটা হয়নি সেক্ষেত্রে আমরা ঐক্যমতে পৌছেছি।’
নিজামউদ্দিন আরও বলেন, ‘আমরা আমাদের যে টেস্ট চ্যাম্পিয়নশীপের যে কমিটমেন্ট রয়েছে সেই অনুযায়ী আমরা শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ম্যাচ খেলবো এবং তার সঙ্গে যদি অন্যকিছু যুক্ত হয় আমাদের এফটিপিতে ওই জায়গাটা পাওয়া যায় আমরা সেভাবেই কাজ করে নেবো।’