My Sports App Download
500 MB Free on Subscription


এখনো ১০ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে : উইন্ডিজ কোচ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরে যাওয়ার পর আগামীকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচ জিতে আইসিসি সুপার লিগর ১০ পয়েন্ট অর্জনে চোখ সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের। ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে যাওয়ায় শেষ ওয়ানডেটি হয়ে পড়েছে নিয়ম রক্ষার। তবে ওয়ানডে সুপার লিগের কারনে সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ। আইসিসি সুপার লিগ টেবিলে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে বাংলাদেশ। এখনো পয়েন্টে দেখা পায়নি ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ যদি তৃতীয় ওয়ানডে জিততে পারে, তবে ইংল্যান্ডকে সরিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের দ্বিতীয়স্থানে উঠবে আসবে। ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্স বলছেন, '৩০ পয়েন্টের জন্য এখানে আমরা এসেছি। এখনো আমাদের ১০ পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে। সবকিছু মিলিয়ে আমাদের উন্নতি হচ্ছে। আমরা ১২২ থেকে ১৪৮ রান করেছি। তবে আমাদের ২০০-২৫০ রান প্রয়োজন। বোলাররা ভালো বল করতে পারলে, সেরাটা প্রদর্শন করতে পারলে অবশ্যই দশ পয়েন্ট পাওয়া সম্ভব।'

শীর্ষস্থানীয় ১২জন খেলোয়াড়কে ছাড়া বাংলাদেশ সফরে আসে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম্যাচে ক্যারিবীয় দলের হয়ে সাত জনের অভিষেক হয়েছে। এদের মধ্যে আকিল হোসেন ও কেজর্ন ওটেলি ছাড়া কেউই নিজেদের সেরাটা দিতে পারেনি। সিমন্সের মতে, ২০২৩ সালের বিশ্বকাপের জন্য দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন খেলোয়াড়দের জন্য সেরা সুযোগ। ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল যখন সিরিজ খেলছে, তখন টেস্ট দল বসে নেই। তারা ইতোমধ্যে কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েছে।

টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে ২৯ জানুয়ারি থেকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে তিন দিনের অনুশীলন ম্যাচ খেলবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। সিমন্স বলেন, 'বিষয়টি আমার চেয়ে দলের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে ছেলেরা কি করতে পারে, সেটিই দেখানোর সুযোগ। ওয়ানডে দলের সাথে থাকা পাঁচজন বাদে অন্য দশজন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। অনুশীলন ম্যাচে দেখা যাবে তারা কোন পর্যায়ে আছে।'