My Sports App Download
500 MB Free on Subscription


২ রানের জন্য হাফসেঞ্চুরি মিস আশরাফুলের

জাতীয় লিগের দ্বিতীয় স্তরের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে। বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে ঢাকা মেট্রো ও স্বাগতিক বরিশাল মুখোমুখি হয়েছে। ম্যাচটিতে মাত্র দুই রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেছেন সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল।

সোমবার আবু হায়দার রনির পেস ও রাকিবুল হাসানের স্পিনজাদুর মুখে স্বাগতিক বরিশাল ৭৬ ওভারে ২৪১ রান তুলে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠে টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। ১৩৪ বলে ৬ চারে আশরাফুল নিজের ইনিংসটি সাজিয়েছেন।

আশরাফুল ছাড়া আবু সায়েম চৌধুরী ৪৬ ও সোহাগ গাজী ৪৫ রানের ইনিংস খেলেন। সৈকত আলীর ব্যাট থেকে আসে ৩৬ রানের ইনিংস।ঢাকা মেট্রোর বোলারদের মধ্যে ৩৪ রান খরচায় ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার আবু হায়দার রনি। এছাড়া ৭৬ রান খরচায় যুব বিশ্বকাপজয়ী দলের স্পিনিং অলরাউন্ডার রাকিবুলও নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া আরাফাত সানি দুটি এবং শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।

বরিশালকে ২৪১ রানে গুটিয়ে দিয়ে ব্যটিং করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে ঢাকা মেট্রো। দিনশেষে ১২ ওভারে ১ উইকেট হারিয়ে ২৯ রান সংগ্রহ করেছে তারা। আনিসুল ইসলাম ১০ ও শামসুর রহমান ১২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন।ঢাকা মেট্রোর একমাত্র উইকেটটি নিয়েছেন মনির হোসেন।