দিনের প্রথম ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ৩৬ রানের ব্যবধানে হেরেছে মিনিস্টার রাজশাহী। এর ফলে জিতলেই প্লে অফ এমন সমীকরণ মাথায় নিয়েই মাঠে নেমেছিল ফরচুন বরিশাল।
তারা দিনের দ্বিতীয় ম্যাচে বেক্সিমকো ঢাকা ২ রানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে। যদিও ১৯৪ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েও কঠিন সমীকরণের সামনে পড়েছিল বরিশাল।
প্লে অফে জায়গা করে নিতে প্লে অফ নিশ্চিত করতে ১৮.৩ ওভারের আগে হার এড়াতে হতো ফরচুন বরিশালের। এমন সমীকরণ সম্ভব করেই প্লে অফ নিশ্চিত করেছে তামিম ইকবালের দল।
সোমবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটরে দুপুর সাড়ে ১২টায় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে ফরচুন বরিশাল।
আর সন্ধ্যা সাড়ে ৫টায় প্রথম কোয়ালিফায়ারে জেমকন খুলনা মোকাবেলা করবে টেবিল টপার গাজী গ্রুপ চট্টগ্রাম। প্রথম কোয়ালিফায়ারে হারা দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে।
সেখান জয় পেলেই ফাইনাল খেলার টিকেট নিশ্চিত হবে। আর প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল সোজা চলে যাবে ফাইনালে।