My Sports App Download
500 MB Free on Subscription


শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দলে ইমরুল, ফিরছেন সাকিব-মোস্তাফিজও

চলতি মাসের শেষ সপ্তাহে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। এই সিরিজকে লক্ষ্য করে নির্বাচকরা ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন দীর্ঘদিন ধরে উপেক্ষিত ইমরুল কায়েস। এছাড়া সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আছেন প্রাথমিক দলে।

৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ইমরুল কায়েসকে সবশেষ খেলেছেন ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কিন্তু দুই ম্যাচ সিরিজে ব্যাট হাতে নিদারুণ নিস্প্রভ থাকায় বাদ পড়েন তিনি। এরপরে টিম কম্বিনেশনের কারণে আর দলে জায়গা হয়নি। অবশেষে প্রায় তিন বছর পর ফেল জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পেলেন।এছাড়া নিউজিল্যান্ড সফর ও শ্রীলঙ্কা সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়া সাকিবও আছেন প্রাথমকি দলে। এদিকে আইপিএলের কারনে টেস্ট সিরিজ না থাকা মোস্তাফিজও আছেন ২৩ জনের দলে।

প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে রবিবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন ক্যাম্প। টেস্ট সিরিজ খেলে জাতীয় দলের ক্রিকেটাররা যোগ দেবেন ক্যাম্পে। চলমান টেস্ট সিরিজ শেষ দেশে ২/৩ দিন বিশ্রাম নিয়ে অনুশীলনে যোগ দেবেন মুমিনুলরা।রবিবার ক্যাম্প শুরু হওয়ার পর ক্যাম্প চলবে ৫ মে পর্যন্ত। এরপর এক দিন বিশ্রাম দিয়ে ৭, ৮ ও ৯ মে তিনদিনের ক্যাম্প চলবে। এরপর ১০ থেকে ১৭ মে ঈদের ছুটি দেওয়া হবে। ঈদের ছুটির পর চূড়ান্ত দলে ডাক পাওয়াদের করোনা পরীক্ষা শেষে জৈব সুরক্ষা বলয়ে নিয়ে শুরু হবে চূড়ান্ত দলের অনুশীলন।

এখনো শ্রীলঙ্কার বাংলাদেশে আসার সূচী চূড়ান্ত হয়নি। তবে বিসিবি সুত্রে জানা গেছে আগামী ১৬ মে বাংলাদেশে সফরে আসবে শ্রীলঙ্কা। ২১ মে গড়াবে সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচটি। আর ২৩,২৫ ও ২৭ মে অনুষ্ঠিত হবে সিরিজের তিন ওয়ানডে।প্রাথমিক দল: তামিম ইকবাল, নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।