My Sports App Download
500 MB Free on Subscription


৫ নম্বরে ব্যাটিংয়ে করতে চান সাইফউদ্দিন!

পেস বোলিং অলরাউন্ডার হিসেবে জাতীয় দলে নিয়মিত খেলছেন বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসা সাইফউদ্দিন। বেশিরভাগ ম্যাচেই ৮ নম্বর পজিশনে ব্যাটিং করেন পেস বোলিং অলরাউন্ডার। ওই পজিশনেই সবচেয়ে সফর ব্যাটসম্যান তিনি। মূলত ফিনিশার হিসেবেই সাইফউদ্দিনকে ব্যবহার করতে চায় টিম ম্যানেজমেন্ট। সাইফউদ্দিন দলের প্রয়োজনে যে জায়গায় ব্যাটিং করতে প্রস্তুত থাকলেও ব্যক্তিগত ভাবে ৫ নম্বরে ব্যাটিং করতে আগ্রহী। সোমবার এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন এই অলরাউন্ডার।

ওয়ানডে ক্রিকেটে শেষ দিকে তিনটি পজিশনে ব্যাটিং করার অভিজ্ঞতা আছে সাইফউদ্দিনের। তবে ৮ নম্বরে ব্যাটিং করে সবেচেয় সফল তিনি। এই পজিশনে ১০ ম্যাচে ৩৫.২৬ গড়ে তার রান ১৭৮। সাত নম্বর পজিশনে ৩ ম্যাচে ৪০ গড়ে সাইফউদ্দিনের রান ৮০। ৯ নম্বরে ৩ ম্যাচে ব্যাটিং করে ২৮.৫০ গড়ে তার সংগ্রহ ৫৭ রান। ৮ নম্বর পজিশনে সফল হলেও সাইফউদ্দিন ৫ নম্বর পজিশনে ব্যাটিং করতে আগ্রহের বিষয়টি উল্লেখ করে সাইফউদ্দিন বলেছেন, ‘অবশ্যই দল যেভাবে চাইবে সেভাবেই প্রস্তুত। সেটা আট নম্বর হোক বা সাত নম্বরে হোক। ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করা হলে নম্বর ফাইভ সিক্সে ব্যাটিং করতে চাই। যদিও এটা সম্ভব না টিম কম্বিনেশনের কারণে। অনেক অভিজ্ঞ বড় ভাইরা আছে। যদি ধারাবাহিকভাবে খেলতে থাকতে পারি ইনশাআল্লাহ সুযোগ আসবে। ’

রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ১০ ম্যাচে ৪৯ রান খরচায় দুটি উইকেট নিয়ে দলের জয়ে অবদান রেখেছেন সাইফউদ্দিন। মোস্তাফিজ এক প্রান্তে ভালো বোলিং করার সাইফউদ্দিনের কাজটা সহজ হয়েছে বলে জানালেন তিনি, ‘মোস্তাফিজ বিশ্বমানের বোলার। বোলিংয়ে পার্টনারশিপটা খুব গুরুত্বপূর্ণ। অপরপাশ থেকে যদি একজন বোলার ভালো আক্রমনে বল করতে পারলে, অন্য প্রান্তের বোলারদের জন্য কাজটা সহজ হয়। গতকালকের (রবিবার) ম্যাচে আমার জন্য মোস্তাফিজ কাজটা সহজ করে দিয়েছেন।’

নিউজিল্যান্ড সফর ও ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ না পেয়ে হতাশ ছিলেন সাইফউদ্দিন। হতাশকে জেদে রূপ করেই ফেরার মন্ত্র ঝপেছিলেন এই অলরাউন্ডার, ‘ রোজার মাসে অনেক কাজ করেছি। যদিও নিউজিল্যান্ড সিরিজ ছিল। ওয়েস্ট ইন্ডিজ জোম সিরিজ চলছিল। সুযোগ পাচ্ছিলাম না। নিজের ভেতরে জেদ কাজ করেছে। চেষ্টা ছিল এ সিরিজে প্রথম থেকে খেলার। লক্ষ্য সেট করে বাড়ি থেকে এসেছিলাম। প্রথম ম্যাচে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে পেরেছি। চেষ্টা করবো শেষ দুটি ম্যাচে এর ধারাবাহিকতা রাখার।’

  •