My Sports App Download
500 MB Free on Subscription


নেই রাবাদা, দক্ষিণ আফ্রিকা দলে তিন নতুন মুখ

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ‍দুই টেস্টের সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। যেখানে ইনজুরির কারণে জায়গা হয়নি কাগিসো রাবাদার। শুধু রাবাদাই নয় আসন্ন এই সিরিজের দলে জায়গা পাননি ডোয়াইনে প্রিটোরিয়াস।

রাবাদা-প্রিটোরিয়াসরা জায়গা না পেলেও দলে জায়গা পেয়েছেন নতুন তিন মুখ। তারা হলেন উদ্বোধনী ব্যাটসম্যান সারেল এরউই, উইকেটরক্ষক ব্যাটসম্যান কাইল ভ্যারেনে এবং মিডিয়াম পেসার গ্লেন্টন স্টুম্যান। দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণির ক্রিকেট দল ওয়ারির্সের চার জন চুক্তিবদ্ধ ক্রিকেটারের মাঝে একজন স্টুম্যান। যদিও জাতীয় দলে ডাক পাওয়ায় ওয়ারিয়ার্স থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন এই পেসার। এছাড়া এবারের সিরিজে অভিষেক হতে পারে উইয়ান মুলডারের।

এছাড়া কুঁচকির ইনজুরির কারণে করোনার আগে ভারত সফরের দক্ষিণ আফ্রিকা দলে ছিলেন না রাবাদা। তবে ইনজুরি কাটিয়ে ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত পারফরম্যান্স করে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে স্কোয়াডে ফিরেছিলেন।তবে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলার সময় কুঁচকির ইনজুরিতে পড়েছিলেন।

যে কারণে শেষ ম্যাচে খেলা হয়নি তাঁর। সেই সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার। যদিও করোনার কারণে সিরিজটি স্থগিত হয়েছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানিয়েছিলে, সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে রাবাদার।

ওয়ানডে সিরিজ শুরুর আগে কেপ টাউনের জৈব সুরক্ষা বলয় থেকে তাই ছেড়ে দেওয়া হয়েছিল তাকে। এরপর তিনি তাঁর পুনর্বাসন শুরু করার কথা রয়েছে। পুনর্বাসন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের শুরু থেকে ২৫ বছর বয়সী এই পেসারকে পাওয়ার আশা করছিল দক্ষিণ আফ্রিকা বোর্ড। তবে সেখানেও তাকে পাচ্ছে না দলটি।

ফাফ ডু প্লেসি অধিনায়কত্ব ছাড়ার পর এতদিন টেস্টের জন্য নতুন কাউকে নেতৃত্ব দেয়নি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এবার তারা ২০২০-২১ মৌসুমের জন্য কুইন্টন ডি ককের কাছে নেতৃত্ব বুঝিয়ে দিয়েছে। এই প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটসম্যানকে এর আগেই ওয়ানডে এবং টি-টোয়েন্টির নেতৃত্ব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এবার টেস্টের জন্যও তাঁকে বেছে নিয়েছে তারা।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দলের। সিরিজটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড:
কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, অ্যাইডেন মার্কাম, ফাফ ডু প্লেসি, বেউরান হেনড্রিকস, ডেন এলগার, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, রাসি ভ্যান ডার ডুসেন, সারেল এরউই, অ্যানরিক নরকিয়া, গ্লেন্টন স্টুম্যান, উইয়ান মুলডার, কেগান পিটারসেন এবং কাইল ভ্যারেনে।

  •