My Sports App Download
500 MB Free on Subscription


তানভীরের ঘূর্ণিতে ইনিংসে ব্যবধানে হারলো আয়ারল্যান্ড ‘এ’ দল

প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে আয়ারল্যান্ড ‘এ’ দলকে ১৫১ রানে থামিয়ে দিয়েছিলেন তানভির ইসলাম। সেই তানভীর দ্বিতীয় ইনিংসে হয়ে উঠেন আরও ভয়ঙ্কর। বাঁহাতি এই স্পিনার তুলে নেন ৮ উইকেট। সবমলিয়ে ম্যাচে ১৩ উইকেট নিয়ে একাই গুড়িয়ে দিয়েছেন আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপকে। তার এমন উজ্জ্বল পারফরম্যান্সের সামনে ইনিংস ও ২৩ রানে ম্যাচটি হেরে যায় সফরকারীরা।

রবিবার ইনিংস ব্যবধানে জিততে বাংলাদেশের ১২৭ রানের মধ্যে ৬ উইকেট তুলে নিতে হতো! সেই পরিকল্পনাতে সফল হৃদয়-সাইফরা। ২৩ রান আগেই তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই সফরকারী দলকে অলআউট করে দেয় সাইফের নেতৃত্বে খেলা ইমার্জিং বাংলাদেশ দল।প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় ১৬২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে সফরকারীরা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে আইরিশরা। আগের দিন শেষ বিকেলে তানভীরের ঘূর্ণির সামনে ভেঙে পড়ে তাদের টপ অর্ডার। রবিবার সকালে আরও ভয়ঙ্কর হয়ে উঠেন তানভীর। একে একে সাজঘরে ফেরান আইরিশদের ৮ ব্যাটসম্যানকে। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন অধিনায়ক হ্যারি টেক্টর। ১৩৭ বলে৭ চারের সাহায্যে ৫৫ রানের ইনিংস আসে আইরিশ এই ব্যাটসম্যানদের কাছ থেকে।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সফল তানভীর। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে আইরিশদের গুঁড়িয়ে দেওয়া বাঁহাতি স্পিনার দ্বিতীয় ইনিংসে ২৮.৩ ওভারে ৫১ রান খরচায় ৮ উইকেট তুলে নেন। বাকি দুই উইকেটের একটি এবাদত হোসেন ও সাইফ হাসান ভাগাভাগি করে নেন।এর আগে ইয়াসির আলীর চমৎকার ব্যাটিংয়ে বড় লিড পায় বাংলাদেশ ইমার্জিং দল। যদিও আক্ষেপে পুড়ছেন ইয়াসির, সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকতে আাউট হয়ে যান তিনি। ৯২ রানের ইনিংসটি তিনি সাজান ৮ চার ও ৫ ছক্কায়। তার ব্যাটে ভর দিয়ে ৯০.৪ ওভারে অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে ৩১৩ রান করে বাংলাদেশ।প্রথম ইনিংসে আয়ারল্যান্ড ‘এ’ দল মাত্র ১৫১ রানে গুটিয়ে যায়।

সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড ‘এ’ দল: ৬৭ ওভারে প্রথম ইনিংসে ১৫১/১০ (ক্যাম্ফার ৩৯, টাকার ২০, ম্যাককলাম ১৯; তানভীর ৫/৫৩, সাইফ ২/১৭) ও দ্বিতীয় ইনিংসে ৭৪.৩ ওভারে ১৩৯/১০ (টাক্টর ৫৫, ক্যাম্ফার ২২, দোহানি ২০; তানভীর ৮/৫১)।

বাংলাদেশ ইমার্জিং দল: প্রথম ইনিংসে ৯০.৪ ওভারে ৩১৩ (ইয়াসির ৯২, তানজিদ ৪১, সাইফ ৪৯, জয় ৪২; অ্যাডাইর ৩/২২, হিউম ৩/৫৬)।
ফল: বাংলাদেশ ইনিংস ও ২৩ রানে জয়ী।

  •