একেতো ওয়ানডে ফরম্যাট, তার মধ্যে নিজেদের মাঠে খেলা। সবমিলিয়ে বাংলাদেশ তাই সিরিজ জয়ের প্রত্যাশা করছে। বৃহস্পতিবার অনুশীলন শেষে মোসাদ্দেক এমনটাই জানালেন।
পরিসংখ্যানে অবশ্য বাংলাদেশ দল শ্রীলঙ্কার চেয়ে অনেক বেশি পিছিয়ে। দুই দল এখন পর্যন্ত ৪৮ ম্যাচে মুখোমুখি হয়েছে। বাংলাদেশ জিতেছে মাত্র সাতটিতে, যার মধ্যে চারটি ঘরের মাঠে। বৃহস্পতিবার বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ শেষে মোসাদ্দেক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ফল অবশ্যই খুব ভালো হওয়া উচিৎ এবং আমাদের পক্ষে থাকা উচিৎ। কারণ সবাই জানে এ ফরম্যাটটায় আমরা কতটা ভালো দল।’
সাকিব-মোস্তাফিজ যোগ দেওয়াতে দলটি আরও ভারসাম্য পূর্ণ হয়েছে উল্লেখ্য করে মোসাদ্দেক বলেছেন, ‘সবচেয়ে ভালো দিক হল আমাদের দলের বাইরে ছিল যারা সবাই এখন দলের সাথে আছে। আমি মনে করি সাকিব ভাই ও মোস্তাফিজ ফেরায় দলের ভারসাম্য ঠিক হবে। এর বাইরেও সবাই খুব ভালো টাচের মধ্যে আছে। এটা দলের জন্য ভালো দিক।’