My Sports App Download
500 MB Free on Subscription


এই ওয়েস্ট ইন্ডিজকে দূর্বল ভাবেন না সাকিব

করোনার অজুহাতে বাংলাদেশ সফরে আসেননি ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটাররা। নিয়মিত টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, ওয়ানডের অধিনায়ক কাইরন পোলার্ডের সঙ্গে আসেননি ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রোস্টন চেজ, শেলডন কট্রেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান। এদের সঙ্গে ব্যক্তিগত কারণে সফরসঙ্গী হননি ফ্যাবিয়ান অ্যালেন ও শেন ডাওরিচ। এমন একটি দল, যাকে দ্বিতীয় সারির দল হিসেবেই দেখা যায়। কিন্তু বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান এই দলটিকে দ্বিতীয় সারির দল হিসেবে দেখছেন না।

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের ৬ ক্রিকেটারের অভিষেক হয়েছে। এমন একটি দলকে ৬ উইকেটে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে তামিম বাহিনী। তবুও সাকিব মনে করেন ড্যারেন ব্রাভো, শেলডন কট্রেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরানরা ভালো করতে পারছেন না বলেই নতুন দল পাঠিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলছি। ওরাও ম্যাচ খেলতে এসেছে। হ্যাঁ ওদের ৬-৭ জন মূল খেলোয়াড় নেই। আর ওদের মূল দল যেটা আমরা বলছি সেটাকে আমরা বিশ্বকাপে হারিয়ে এসেছি। আবার ওদের দেশে হারিয়েছি। ওদের সেরা টিমটা ভালো করতে পারছে না বলেই হয়তো এই টিম পাঠিয়ে দিয়েছে। যেন বেটার রেজাল্ট করতে পারে। আপনাদের চিন্তাধারা সম্পূর্ণ ভুল।’

সাকিব মনে করেন এই দলটির ভালো করার সামর্থ্য রয়েছে, ‘ ওরা সব সময় ভালো দল। আমরা সব সময় ওদের শ্রদ্ধা করি। তারা ভালো ক্রিকেট খেলতে সামর্থ্যবান। আজকের উইকেট কঠিন ছিল। হয়তো আমরা অভিজ্ঞতার কারণে ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু তার মানে এই না যে, আমরা সামনের দুই ম্যাচ আরামে জিতে যাবো। আমাদের কঠিন পরিশ্রম করেই জিততে হবে।’

  •