গত বছরের ১২ অক্টোবর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সবশেষ খেলেছিলেন সাকিব আল হাসান। দীর্ঘ সময় পেরিয়ে আজ সন্ধ্যায় ব্যাট-বলের লড়াইয়ে মাঠে নেমেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ৪০৮ দিন পর নেমেই পেলেন সাফল্য। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই পেলেন সাফল্য।
ইনিংসের ৬ষ্ঠ ওভারে প্রেসবক্স প্রান্ত থেকে বোলিংয়ে আসেন সাকিব। ওই ওভারে আফিফ ও পারভেজ বেল ভালো ভাবেই সামাল দেন সাকিবকে। প্রথম ওভারে সাকিব খরচ করেন ৩ রান। দ্বিতীয় ওভারের প্রথম বলে স্কয়ার লেগে খেলতে গিয়ে ফিল্ডারের হাতে তালুবন্দি হন আফিফ। আর তাতেই সাকিবের নামের পাশে যোগ হয় আরও একটি উইকেট।
দীর্ঘদিন পর খেলতে নামায় উদ্বোধনী দিনের সব আলো সাকিবকে ঘিরেই। কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় তারকার নাম সাকিব। বিভিন্ন দেশে টি-টোয়েন্টি ক্রিকেট খেলে এই ফরম্যাটে দেশের ক্রিকেটে তার সমকক্ষ হয়ে উঠতে পারেনি কেউ। ৩০৮ ম্যাচে ৪ হাজার ৯৭০ রান করা ছাড়াও বল হাতে নিয়েছেন ৩৫৪ উইকেট। মঙ্গলবার সাকিবের সামনে হাতছানি ৫ হাজার রান ক্লাবে প্রবেশ করার। হয়তো বোলিংয়ের পর ব্যাটিংয়ে নেমেও এই কীর্তি গড়তে পারবেন বিশ্বসেরা এই ক্রিকেটার।