বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপে সার্বিক ক্রিকেট কর্মকাণ্ড বন্ধ ছিল বাংলাদেশে। তাই বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো দীর্ঘ ছুটি পেয়েছিলেন। তবে শ্রীলঙ্কা সফরের জন্য দলীয় অনুশীলন শুরু করতে সেপ্টেম্বরের শুরুতেই বাংলাদেশে ফিরে আসেন তিনি। সফরটি না হওয়ায় ২৩ অক্টোবর আবার ফিরে গিয়েছিলেন ডোমিঙ্গো।
এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর পরই আবার এসেছিলেন ক্রিকেটারদের পারফর্মেন্স সরাসরি পর্যবেক্ষণের জন্য। ২৫ নভেশ্বর বাংলাদেশে আসা ডোমিঙ্গো আবার দেশে ফিরে গেছেন শুক্রবার। জানুয়ারির শুরুতে জাতীয় দলের ক্যাম্প শুরু হলে তবেই ফিরবেন তিনি। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
অক্টোবরে বিসিবি প্রেসিডেন্টস কাপ ওয়ানডে সিরিজ দেখে দেশে ফিরে যান ডোমিঙ্গো। তার সঙ্গে বাকি বিদেশী কোচিং স্টাফও চলে যান। সেই আসরের ফাইনাল দেখা হয়নি তাদের কারও। ২৪ নবেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি মাঠে গড়ানোর পরদিনই আবার বাংলাদেশে আসেন ডোমিঙ্গো। তবে বাকিরা ফেরেননি, বড়দিনের ছুটি পেয়েছেন সবাই এবং জাতীয় দলের ক্যাম্প শুরু হলেই ফিরবেন তারা এমনটাই জানিয়েছে বিসিবি। তবে ডোমিঙ্গো এসেছিলেন মূলত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ক্রিকেটারদের পারফর্মেন্স পর্যবেক্ষণে।
শনিবার লীগ পর্বের শেষদিন, তবে শুক্রবারই দেশে ফিরে গেছেন ডোমিঙ্গো। আসন্ন বড়দিনের ছুটি এবং আপাতত জাতীয় দলের কোন কার্যক্রম না থাকায় এবারও দীর্ঘ ছুটি পেয়েছেন তিনি। জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। এর আগেই বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে। তখন আবার দেশে ফিরবেন ডোমিঙ্গো। তার সঙ্গে যোগ দেবেন এবার বাকি বিদেশী কোচিং স্টাফরাও। অবশ্য স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেট্টরি আসবেন না, তিনি জাতীয় দলের কাজে যোগ দেবেন মার্চে নিউজিল্যান্ড সফরের সময়।
এ বিষয়ে আকরাম বলেন,‘জানুয়ারিতে ডোমিঙ্গো আবার কাজে ফিরবেন। সে সময় বাকি কোচিং স্টাফরাও আসার কথা রয়েছে।’ তবে ভেট্টরির বিষয়ে তিনি বলেন,‘ব্যক্তিগত সমস্যার কারণে তাকে এই সিরিজে (উইন্ডিজ) না পাওয়ার সম্ভাবনাই বেশি। আগামি মার্চে নিউজিল্যান্ড সফরে তিনি দলের সঙ্গে যোগ দেবেন।’