My Sports App Download
500 MB Free on Subscription


ইংল্যান্ডের বিপক্ষে ফিরছে পূর্ণ শক্তির ভারত

ভারতের নতুন নির্বাচক প্যানেলের অধীনে প্রথমবারের মতো দল ঘোষণা করলো ভারত। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা চেতন শর্মার নির্বাচক প্যানেলে। যেখানে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ইশান্ত শর্মা ও হার্দিক পান্ডিয়া। 

এ ছাড়া ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিচ্ছেন নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। মঙ্গলবার (১৯ জানুয়ারি) ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

দিল্লি ক্যাপিটেলসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন ইশান্ত। যে কারণে অস্ট্রেলিয়া সিরিজ খেলা হয়নি ডানহাতি এই পেসারের সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে খেলে নিজের ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন তিনি। ফলে স্কোয়াডে ফিরতে খুব একটা বেগ পেতে হয়নি তাঁকে।

সর্বশেষ গেল বছরের ফেব্রৃয়ারিতে ভারতীয় জার্সিতে খেলেছিলেন অভিজ্ঞ এই পেসার। ইনজুরি মুক্ত হয়ে টেস্ট দলে জায়গা পেয়েছেন ভারতীয় দলের সংক্ষিপ্ত ফরম্যাটের নিয়মিত মুখ পান্ডিয়া। ২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে শেষবারের মতো সাদা পোশাকে খেলতে নেমেছিলেন এই অলরাউন্ডার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলেই ছুটি কাটাতে দেশে ফিরেছিলেন কোহলি। ছুটি শেষ হওয়ায় ঘরের মাঠে অনুমেয়ভাবে ফিরেছেন সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার। প্রথম দুই টেস্টের দলে রয়েছেন অস্ট্রেলিয়া সিরিজে ইনজুরিতে পড়া লোকেশ রাহুল।

যদিও তাঁকে প্রথম টেস্টের জন্য বিবেচনা করা হবে না। কারণ খেলার জন্য এখনও পুরোপুরি ফিট নন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ইনজুরির কারণে ব্রিসবেন টেস্ট খেলতে না পারলেও ইংলিশদের বিপক্ষে প্রথম থেকেই পাওা যাবে রবিচন্দ্রন অশ্বিনকে। 

অশ্বিনের সঙ্গে স্পিন বিভাগে থাকছেন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং অজিদের বিপক্ষে চতুর্থ টেস্টে অভিষেক হওয়া ওয়াশিংটন সুন্দর। পেস ইউনিটে জসপ্রিত বুমরাহর সঙ্গে রয়েছেন ইশান্ত, শার্দুল ঠাকুর এবং অস্ট্রেলিয়ায় দারুণ বল করা মোহাম্মদ সিরাজ।

সিরাজের মতো দলে জায়গা ধরে রেখেছেন শুভমান গিলও। যদিও জায়গা হয়নি থাঙ্গারাসু নাটারাজনের। ইনজুরির কারণে দলে জায়গা হয়নি মোহাম্মদ শামি ও হানুমা বিহারির। সেই সঙ্গে ইনজুরি থেকে সেরে উঠলেও স্কোয়াডে নেই পেসার ভুবেনশ্বর কুমার। ইশান্তর মতো তিনিও আইপিএল খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন। 

ভারতের স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শুভমান গিল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রিশভ পান্ত, সাহা, হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদি সিরাজ, ইশান্ত শর্মা এবং শার্দুল ঠাকুর।

স্ট্যান্ডবাই: কে এস ভারত, অভিমন্যু এসয়ারান, শাহবাজ নাদিম এবং রাহুল চাহার।

  •