My Sports App Download
500 MB Free on Subscription


কিছুই আমাদের পক্ষে ছিলো না: ডোমিঙ্গো

নেপিয়ারে জয়-পরাজয় ছাপিয়ে ক্রিকেট বিশ্বে আলোচনায় বাংলাদেশের টার্গেট নিয়ে হিসাব নিকাশে গোলমাল। লিটন-নাঈম ১৬ ওভারে ১৪৮ রানের লক্ষ্যের কথা জেনে ব্যাটিংয়ে নামেন। কিন্তু ১.৩ ওভার যেতেই সেই লক্ষ্য বদলে দাঁড়ায় ১৭০! 

ম্যাচের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো হতাশা প্রকাশ করেছেন, ‘আমি আমার জীবনে কোন দলকেই বৃষ্টি মাথায় নিয়ে এতোক্ষণ ফিল্ডিং করতে দেখিনি। বৃষ্টি হচ্ছিল, বল ভেজা এবং পিচ্ছিল ছিল। কোনো অজুহাত দিচ্ছি না, কিন্তু মনে হচ্ছিল কন্ডিশনের বিচারে কিছুই আমাদের পক্ষে ছিল না। খুবই হতাশাজনক একটি রাত।’প্রতি ওভার শেষে ডিএলএস অনুযায়ী লক্ষ্য কত, সেটির কোনো তালিকাও দেয়া হয়নি উল্লেখ্য করে বাংলাদেশের প্রধান কোচ বলেছেন, ‘দেখুন আমি আগে কখনও এমন ম্যাচ দেখিনি যেখানে ম্যাচ শুরু হয়ে গিয়েছে কিন্তু আমরা আমাদের ডিএলএস লক্ষ্য জানতাম না।

কেউ জানতো না পাঁচ ওভার পর আমাদের কত করতে হবে। চূড়ান্ত লক্ষ্য পাওয়ার আগে কখনোই খেলা শুরু করা উচিত হয়নি। তাদের তরফ থেকে ব্যখ্যা দেওয়া হয়েছে, তারা প্রিন্ট আউট পেতে অপেক্ষা করছিল এবং একই সঙ্গে হিসেব কষতেও। তাদের নাকি দেরি হয়ে গেছে। এটা কোন কথাই হতে পারে না, আজকের বিষয়টি খুবই হতাশাজনক।’নেপিয়ারে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই দফা বৃষ্টি বাগড়ায় ১৭.৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

  •