My Sports App Download
500 MB Free on Subscription


একদিনের ব্যবধানে তামিমকে হটালেন মুশফিক

দেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডে দ্বৈরথ বেশ কিছুদিন ধরেই চলছে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মধ্যে। এক সিরিজে মুশফিকের সর্বোচ্চ টেস্ট রান তো পরের সিরিজে তামিমের সর্বোচ্চ। এমন কী এক ইনিংসেও একে অন্যকে টপকাতে দেখা গেছে। দুইজনের লড়াইটা গত কয়েকটি সিরিজ ধরে এভাবেই চলছিল। বুধবার পাল্লেকেলেতে মুশফিকে হটিয়ে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের মাইলফলকটা নিজের করে নিয়েছিলেন তামিম। কালই (বৃহস্পতিবার) এই মাইলফলক মুশফিক নিজের করে নিতে পারতেন। বৃষ্টি বাঁধায় কিছুটা বিলম্ব হলেও রেকর্ডটি নিজের দখলে নিতে সময় নেননি মুশফিক।

গত দেড় বছরে পাঁচবার মুশফিক-তামিমের মধ্যে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষস্থান হাতবদল হয়েছে। বুধবার ৯০ রানের ইনিংস খেলার পথে মুশফিককে পেছনে ফেলে শীর্ষস্থান পুনুরদ্ধার করেন তামিম। বাংলাদেশের সফলতম ওপেনারের থেকে ৬১ রান দূরে ছিলেন মুশফিক। তামিমের সংগ্রহ এখন ৪ হাজার ৫৯৮ রান। শুক্রবার একদিনের ব্যবধানে এই মাইলফলক আবার নিজের করে নেন মুশফিক।

ক্যারিয়ার সেরা ১৬৯ রানের ইনিংস খেলা নাজমুলের ফিরে যাওয়ার পর মাঠে নামেন মুশফিক। তামিমের চেয়ে ৬১ রান পেছনে থেকে শুরু করা মুশফিক, শুরু থেকেই সাবলিল ব্যাটিং করেছেন। টেস্ট ব্যাটিং বলতে যা বোঝায়, মুশফিকের ব্যাটে সেটিই ফুটে উঠেছিল। বৃষ্টি বাঁধায় বৃহস্পতিবার ৪৩ রান নিয়ে ড্রেসিংরুমে ফিরেছিলেন। শুক্রবার সকালে ১৮ রান দূরে থেকে মাঠে নামেন। প্রথম ঘন্টাতেই মাইফলকে পৌঁছে যান মুশিফিক। হাসারাঙ্গা ডি সিলভার বলে নিজের প্রিয় শটস স্লগ সুইপে বাউন্ডারির সাহায্যে তামিমকে পেছনে ফেলেন মুশফিক।  

শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডি টেস্টের আগে চার দফা একে অন্যকে পেছনে ফেলেন। জিম্বাবুয়ের বিপক্ষে তামিমকে টপকে শীর্ষে ওঠেন মুশফিক। এ বছর ৩ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুশফিককে পেছনে ফেলে শীর্ষে উঠে আসেন তামিম। একই দিন তামিমকে পেছনে ফেলে আবারও শীর্ষস্থান পূনরুদ্ধার করেন মুশফিক। বুধবার মুশফিকের জায়গাটার দখল নিলেন তামিম। অল্প সময়ের ব্যবধানে যার মালিক এখন মুশফিক।

মাইলফকের এই ম্যাচে মুশফিক পেয়েছেন ক্যারিয়ারের ২৩তম হাফসেঞ্চুরির দেখা। শ্রীলঙ্কার বিপক্ষে এটি সপ্তম হাফসেঞ্চুরি। মুশফিক ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষেই। ২০১৩ সালে গল টেস্টে বাংলাদেশের হয়ে সর্বপ্রথম এই কীর্তি গড়েন মুশফিক। ভারত, জিম্বাবুয়ের পর মুশফিকর প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কা। অত্যন্ত ব্যাটিং গড় সেটিই বলছে। লঙ্কানদের বিপক্ষে ১৪ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৭ হাফসেঞ্চুরিতে এখন অব্দি ৪৫.৮৫ গড়ে ৯৬৩ রান করেছেন মুশফিক।