৩ ম্যাচের ওয়ানডে এবং ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে পা রাখার কথা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। তবে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমন ঝুঁকির কারণে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সেরা ১০ ক্রিকেটার আসছে না এই সফরে।
উইন্ডিজের টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার ওয়ানডে অধিনায়ক কাইরন পোলার্ড ছাড়াও ড্যারেন ব্র্যাভো, সামারাহ ব্রুকস, রস্টোন চেজ, শেলডন কটরেল, ইভিন লুইস, সাই হোপ, শিমরন হেটমায়ার এবং নিকোলাস পুরান, ফ্যাবিয়েন অ্যালেন এবং শেন ডরউইচ- ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশে আসবেন না বলে জানিয়ে দিয়েছেন।সেরা ১০ ক্রিকেটারের বাংলাদেশ সফরে আপত্তি জানানোয় এই প্রথম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে ডাক পেলেন ব্যাটিং অল রাউন্ডার কাভেম হজ।বাঁ হাতি ওপেনার শেন মোসলে,অল রাউন্ডার কাইল মায়ার্স। এদিকে স্পিন অল রাউন্ডার আকিল হোসেনই,বাঁ হাতি টপ অর্ডার করন ওটলে এই প্রথম ওয়ানডে স্কোয়াডে পেলেন ডাক।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক সাবেক ক্রিকেটার রজার হার্পার এই নতুনদের নিয়েই বাংলাদেশ সফরে সফল হতে চান। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ওয়েবসাইটকে দেয়া সাক্ষাতকারে বলেছেন হার্পার-'কাভেম হজ এর এটাই হতে যাচ্ছে দলের সঙ্গে প্রথম সফর। সে ক বছর ধরেই দলের আশে-পাশে ছিল। নিজের জন্য এবার সুযোগ তৈরি করেছে। সে বাঁ হাতে স্পিন করতে পারে,এটাই কারণ। আমরা পেয়েছি কাইল মেয়ার্স এবং শেন মাজলিকে। যে দু'জন ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে রিজার্ভ স্কোয়াডে ছিল। এই প্রথম তারা টেস্ট স্কোয়াডে মনোনীত হয়েছে। মোজলে 'এ' দলের হয়ে নিউজিল্যান্ড সফরে ছিল সফল। অন্যদিকে মেয়ার্স ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের আঞ্চলিক টুর্নামেন্ট এবং সিপিএলে দারুন পারফর্ম করেছে।'
অভিজ্ঞদের অনুপস্থিতি নতুনরা পুষিয়ে দিবে বলে আশাবাদি রজার হার্পার-'বেশ ক'জন অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি বাঁ হাতি ব্যাটসম্যান কিরন ওটলের জন্য দারুন সুযোগ এনে দিয়েছে। গত বছর সুপার ৫০ টুর্নামেন্টে সে দারুন খেলেছে। বাংলাদেশের বিপক্ষে তাদের কন্ডিশনে খেলা কখনো সহজ নয়। বিশেষ করে যখন এক দল সিনিয়র ক্রিকেটারদের উভয় ফরমেটে আমরা মিস করব। তারপরও আমাদের দল খুব প্রতিদ্বন্দ্বী। আমি আশা করি আমাদের খেলোয়াড়রা একটা উদ্দেশ্য নিয়ে, আবেগের সাথে খেলে প্রমাণ করবে যে তারা এই স্তরে রয়েছে।'