My Sports App Download
500 MB Free on Subscription


তামিমদের হারালো নাজমুলরা

দুই দলে ভাগ হয়ে অনুশীলন ম্যাচ খেলতে নেমেছে তামিম-নাজমুলরা। মঙ্গলবার কুইন্সটাউনের জন ডেভিস ওভালে বাংলাদেশ সময় ভোর চারটায় ম্যাচটি শুরু হয়েছে। আগে ব্যাটিং করে তামিম একাদশ ৫০ ওভারে ২৩৩ রান সংগ্রহ করেছে। লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ বল হাতে রেখে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে নাজমুল একাদশ।

২৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে নাজমুল একাদশের ব্যাটসম্যানরা তামিম একাদশের বোলারদের কোন সুযোগই দেননি। নাজমুল একাদশের তিন ব্যাটসম্যান অপরাজিত হাফসেঞ্চুরি করে দলের জয়ে ভূমিকা রেখেছেন।দলের সর্বোচ্চ ৫৯ রান করে স্বেচ্চায় বিশ্রামে যান লিটন দাস। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৪০ এবং মেহেদী হাসান মিরাজ ৫০ রান করে বিশ্রামে গেছেন। উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন।তামিম একাদশের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন মোস্তাফিজুর রহমান ২১ রান খরচায়।

এর আগে ব্যাটিং করে তামিম একাদশ নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রানের অপরাজিত ইনিংস গড়েছেন মোহাম্মদ মিঠুন। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে স্থানীয় ক্রিকেটার বেনজি কুলহানের ব্যাট থেকে। তিনি ৪৬ রানে অপরাজিত ছিলেন।এছাড়া মেহেদী হাসান ৩৮, মাহমুদউল্লাহ ৩৫, সৌম্য সরকার ২৮, নাঈম শেখ ১২নাজমুল একাদশের হয়ে রুবের হোসেন ৪২ রান খরচায় চারটি উইকেট নিয়েছেন। এছাড়া ৪০ রানে একটি উইকেট নেন সাইফউদ্দিন।বাংলাদেশ স্কোয়াডে ক্রিকেটারের সংখ্যা কম থাকায় প্রস্তুতি ম্যাচের দলে ৫ জন স্থানীয় ক্রিকেটারকে নেওয়া হয়েছে। তাদের নিয়েই তামিম-নাজমুল একাদশ গঠন করেছে ম্যানেজম্যান্ট।

তামিম একাদশ: তামিম ইকবাল খান , নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী হাসান, নিউ জিল্যান্ড ক্রিকেটার (১), নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আল আমীন হোসেন, নিউ জিল্যান্ড ক্রিকেটার (৪)।

নাজমুল একাদশ: লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রব, মুশফিকুর রহীম, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, নিউ জিল্যান্ড ক্রিকেটার (২), নিউ জিল্যান্ড ক্রিকেটার (৩), শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, রুবেল হোসেন, নিউ জিল্যান্ড ক্রিকেটার (৫)।