আইপিএল-এর বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত হলেও ইংল্যান্ডের পর খেলবেন না নিউজিল্যান্ড ও আফগানিস্তানের ক্রিকেটাররা। নির্দিষ্ট দিন জানানো না হলেও সেপ্টেম্বরে ফের আইপিএল শুরুর করার চিন্তা ভাবনা করেছিল বিসিসিআই। তবে সেই সময় ঠাসা ক্রীড়াসূচির কারণে ইংরেজ ক্রিকেটারদের পাওয়া যাবে না বলে আগেই ঘোষণা করেছিলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তা অ্যাশলে জাইলস। একই কারণে যোগ দেবেন না কেন উইলিয়ামসন, লকি ফার্গুসনরা। পাকিস্তানের বিরুদ্ধে প্রায় একই সময় একদিনের সিরিজ থাকায় আইপিএল খেলবেন না রশিদ খান, মহম্মদ নবিরাও।
সেপ্টেম্বর মাসে পাকিস্তানের বিরুদ্ধে ৩টি একদিনের ম্যাচ ও ৩টি টি২০ খেলবে নিউজিল্যান্ড। পাকিস্তানের সঙ্গেই তিনটি একদিনের ম্যাচ খেলার কথা রয়েছে আফগানিস্তানের। তাই তাঁরাও যোগ দিতে পারবেন না আইপিএল-এ।
সেপ্টেম্বরে আইপিএল হলে খেলতে পারেন অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। তবে তিন দেশের ক্রিকেটাররা না থাকায় সমস্যা হতে পারে দলগুলির।