My Sports App Download
500 MB Free on Subscription


বিশ্বকাপজয়ী দলের সদস্য মুরাদের প্রথম ৫ উইকেট

বিশ্বকাপ জিতে গোটা দেশকে আনন্দে ভাসিয়েছিলেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। বিশ্বকাপজয়ী দলটির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। বুধবার তার ঘূর্ণিজাদুতে ঢাকা মেট্রো ২৬৭ রানে অলআউট হয়। ৭২ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার দ্বিতীয় প্রথম শ্রেণীর ম্যাচেই ক্যারিয়ার সেরা বোলিং করলেন মুরাদ।

২৭০ রান পিছিয়ে থেকে বুধবার তৃতীয় দিন শুরু করেছিল ঢাকা মেট্রো। এদিন আরও ১৩৫ রান যোগ করতেই অলআউট হয় তারা। সবমিলিয়ে মেট্রোর সংগ্রহ দাঁড়ায় ২৬৭ রান। চট্টগ্রামের হয়ে দলের সেরা বোলার হাসান মুরাদ। বাঁহাতি এই স্পিনার ৭২ রান খরচায় তুলে নিয়েছেন ৫টি উইকেট। এছাড়া মেহেদী হাসান দুটি ও নাঈম হাসান একটি উইকেট নিয়েছেন।

১৩৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে চট্টগ্রাম। দিনশেষে ১৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৩ রান স্কোরবোর্ডে জমা করেছে চট্টগ্রাম। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ার পিনাক ঘোষ ৪ রান করে দূর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়েছেন। সিদ্দিকুর রহমান ১৯ ও মাহমুদুল হাসান জয় ২০ রানে অপরাজিত আছেন।এর আগে পিনাক ঘোষের সেঞ্চুরিতে (১৫৯) চট্টগ্রাম ৮ উইকেটে ৪০২ রান করে ইনিংস ঘোষণা করে।