My Sports App Download
500 MB Free on Subscription


নিজেদের মাঠ বলেই আত্মবিশ্বাসী মোস্তাফিজ

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কৃত্রিম আলোতে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। শ্রীলঙ্কার বিপক্ষে অতীত পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও এবারকার সিরিজে ভালো করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। বিশেষ করে ঘরের মাঠে সিরিজ বলেই আত্মবিশ্বাস পাচ্ছে মোস্তাফিজরা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলেও নিউজিল্যান্ডে গিয়ে সীমিত ওভারের সবগুলো ম্যাচেই হারতে হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের। ঘরের মাঠিতে ফিরে তাইতো জয়ের আত্মবিশ্বাস বাংলাদেশি শিবিরে। দুই দল এখন পর্যন্ত ৪৮ ম্যাচ মুখোমুখি হয়েছে। যার মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র সাতটিতে। যার মধ্যে ৪টি আবার ঘরের মাঠে। 

বুধবার অনুশীলন শেষে মোস্তাফিজ জানলেন সেই আত্মবিশ্বাসের কথাই, ‘ঘরের মাঠে জয়ের সম্ভাবনা শতভাগ দেখছি। এখন পারফর্ম করাটাই গুরুত্বপূর্ণ।’যদিও ঘরের মাঠে ২০১৮ সালের সর্বশেষ সিরিজে হেরেছিল বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি জিতলেও শেষ দুটি ম্যাচ হেরে সিরিজ খোয়ায় স্বাগতিকরা। মোস্তাফিজও তবুও আশার কথাই শোনালেন, ‘আমাদের দেশে আমরা বেশি ম্যাচ জিতেছি, তাই সিরিজ জয়ের সম্ভাবনায় অবশ্যই আমরা এগিয়ে থাকব।’ তবে নিজেদের সম্ভাবনার কথা বললেও প্রতিপক্ষকে মোটেও খাটো করে দেখছেন না মোস্তাফিজ, ‘আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলছে, কেউ ছোট দল নয়। আমার মনে হয়, আমরা দুই দল সমান।’

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ। শীর্ষ আটে থাকতে হবে দলগুলো আগামী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ হারার পর তামিমের দলের জন্য শ্রীলঙ্কা সিরিজটি গুরুত্বপূর্ন। শ্রীলঙ্কাতে হোয়াইটওয়াশ কিংবা দুটি ম্যাচ হারাতে পারলেই শীর্ষে উঠে যেতে পারবে বাংলাদেশ। অন্যদিকে পয়েণ্ট টেবিলে শ্রীলঙ্কার অবস্থা অনেকটা নাজুক। তিন ম্যাচ খেলে শ্রীলঙ্কার কোন পয়েন্ট অর্জন করতে পারেনি শ্রীলঙ্কা।