আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট আসর। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ঘোষণা করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল। মাহমুদউল্লাহকে অধিনায়ক করে ঘোষিত ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল ঘোষণা করেন জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
১৫ জনের মূল দলের সঙ্গে ২ জন অতিরিক্ত ক্রিকেটার রাখা হয়েছে। তারা হলেন রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব। দলে জায়গা হয়নি মোসাদ্দেক হোসেন সৈকত ও তাইজুল ইসলামের।
বিশ্বকাপ দলে রাখা হয়েছে তিন বিশেষজ্ঞ স্পিনার সাকিব আল হাসান, নাসুম আহমেদ ও শেখ মেহেদীকে। এ ছাড়া এই দলে রয়েছেন ৭জন অলরাউন্ডার। মুস্তাফিজুর রহমানের সঙ্গে পেস আক্রমণের জন্য রাখা হয়েছে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ‘বি’ গ্রুপে বাংলাদেশ। যেখানে টাইগারদের প্রতিপক্ষ ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা।
১৭ অক্টোবর দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহর দল। বাংলাদেশ সময় রাত ৮ টায়। বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। ১৯ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে নামবে এই দুই দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ।
২১ অক্টোবর বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের সবগুলো ম্যাচ মাঠে গড়াবে ওমানে। বাছাই পর্ব উতরে যেতে পারলে মূল পর্বে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড। এ ছাড়া বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দলের সঙ্গেও খেলতে হবে টাইগারদের।
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, সৌম্য সরকার, নুরুল হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মেহেদী হাসান, শামীম হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম।