My Sports App Download
500 MB Free on Subscription


করোনার ভ্যাকসিন নিলেন বিসিবি সভাপতি

প্রাণঘাতি করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নাজমুল হাসান পাপন। সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর কুর্মিটোলা হাসপাতালেতিনি করোনার ভ্যাকসিন নেন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের করোনা ভ্যাকসিন নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির উইমেনস উইংয়ের কো-অর্ডিনেটর এবং বোর্ড সভাপতির সহকারী তৌহিদ মাহমুদ।এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের আগে প্রাণঘাতি করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন গ্রহণ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন। গত সোমবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি করোনা ভ্যাকসিন গ্রহণ করেন।

বিসিবি সভাপতি এর আগে জানিয়েছেন, শিগগিরই জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়সহ জাতীয় পর্যায়ের সকল ক্রিকেটারদের করোনা ভ্যাকসি দেওয়া হবে।নাজমুল হাসান পাপনের ওই বক্তব্য অনুযায়ী কয়েকদিনের মধ্যেই জাতীয় দলের ক্রিকেটারদের করোনা প্রতিেরোধী ভ্যাকসিন দেওয়া হতে পারে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হওয়ায় এখন নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে, নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগেই জাতীয় দলের ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়া হবে।