আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের একাদশে ছিলেন না সাকিব আল হাসান। আজও রাজস্থান রয়্যালের বিপক্ষে নেই বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে সাকিব না থাকলেও আছেন মোস্তাফিজুর রহমান। রাজস্থানের হয়ে সবগুলো ম্যাচেই মাঠে ছিলেন বাঁহাতি এই পেসার।
মুম্বাইয়ে রাত আটটায় শুরু হচ্ছে ম্যাচটি। ইতিমধ্যে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান। ম্যাচ সরাসরি দেখা যাবে গাজী টেলিভিশন ও স্টার স্পোর্টস ১ চ্যানেলে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাঠের লড়াইয়ে দেখা না হলেও করোনার বিধিনিষেধের মাঝে সাক্ষাৎ ঠিকই হচ্ছে সাকিব-মোস্তাফিজের। অন্তত ডাগআউটে তো কথা হবে তাদের!এবারের আসরে কলকাতা ও রাজস্থানের অবস্থা খুব একটা সুবিধাজনক নয়। দুই দলই চারটি করে ম্যাচ খেলে জিতেছে মাত্র একটি করে। ফলে পয়েন্ট তালিকার ৭ নম্বরে অবস্থান কলকাতার, অন্যদিকে ৮ নম্বর থেকে রাজস্থানের অবস্থান সবার নিচে। টানা তিন হারের পর কলকাতার জন্য এটাই সেরা সুযোগ।
চোট সমস্যায় জর্জরিত মোস্তাফিজরা। বেন স্টোকসের পর আইপিএল থেকে ছিটকে গেছেন জোফরা আর্চারও। বাংলাদেশের কাটার মাস্টার প্রতিটি ম্যাচে সুযোগ পেলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। হয়তো কলকাতার বিপক্ষেই জ্বলে উঠবেন তিনি।রাজস্থানের একাদশ : জস বাটলার, ইয়াশাসভি জসওয়াল, সাঞ্জু স্যামসন, শিভাম ডুবে, ডেভিড মিলার, রিয়ান পরাগ, রাহুল তেয়াটিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকাট, চেতান সাকারিয়া ও মোস্তাফিজুর রহমান।কলকাতার একাদশ : নিতিশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, এউইন মরগান, দিনেশ কার্তিক, সুনিল নারিন, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শিভাম মাভি, বরুন চক্রবর্তী ও প্রশিদ্ধ কৃষ্ণা।