My Sports App Download
500 MB Free on Subscription


পান্ত-ঋদ্ধিমানদের সঙ্গে 'অবিচার' করছে ভারত!

ভারতীয় দলের ম্যানেজমেন্ট দুই উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত এবং ঋদ্ধিমান সাহার সঙ্গে অবিচার করছেন বলে মনে করেন গৌতম গম্ভির। তারা এই দুই ক্রিকেটাররের জায়গাকে অনিরাপদ করে তুলছেন বলেও মত ভারতের এই সাবেক ওপেনারের।

শুক্রবার ঋদ্ধিমানকে বাদ দিয়েই বক্সিং ডে টেস্টের একাদশ ঘোষণা করেছে ভারত। মূলত অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে বাজে পারফরম্যান্সের কারণে ঋদ্ধিমানকে বাদ দিয়েছে ভারতীয় দলের ম্যানেজমেন্ট। সেই সঙ্গে আরেক উইকেটরক্ষক পান্তকে তারা মেলবোর্ন টেস্টের একাদশে জায়গা দিয়েছে।

এই বিষয়টিই পছন্দ হয়নি গম্ভিরের। পান্ত মেলবোর্নে খারাপ করলে বা পরবর্তী দুই টেস্টে বাজে পারফরম্যান্স করলে আবারও ঋদ্ধিমানকে ফেরানো হবে কিনা এমন প্রশ্ন তুলেছেন তিনি। সম্প্রতি ইউটিউবে স্পোর্টস টুডেতে আলাপকালে এমন মন্তব্য করেছেন গম্ভীর।

তিনি বলেন, 'এটি দুর্ভাগ্যজনক এবং ঋদ্ধিমান মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেছে এই সিরিজে। সে ভালো করেনি। এ কারণে তাঁকে বাদ দেয়া হয়েছে। মনে করুন কেমন হবে যদি পান্ত এই টেস্টে বা পরের দুই টেস্টে ভালো না করে? এরপর তারা কি করবে? তারা কি তবে ঋদ্ধিমানের দিকেই ফিরে যাবে?'

টিম ম্যানেজমেন্টের অপেশাদারি আচরণের জন্য ভারতীয় দল এখন অগোছালো বলেও মনে করেন তিনি। সেই সঙ্গে খেলোয়াড়দের ওপর ভরসা রাখার পরামর্শ দিয়েছেন সাবেক এই ভারতীয় তারকা।

তিনি বলেন, 'এ কারণেই দলটিকে এতো অগোছালো লাগছে। কারণ কেউই সুরক্ষিত নয়। পেশাদারী খেলার মূলই হচ্ছে সুরক্ষা। প্রত্যেকেরই প্রতিভা আছে যেহেতু তারা দেশের হয়ে খেলছে। তারা প্রত্যেকেই সুরক্ষা চায় এবং তারা প্রত্যেকেই চায় তাদের ওপর ভরসা রাখা হোক। শুধু কথায় না কাজেও।'

ঋদ্ধিমান এবং পান্তের সাথে যা হচ্ছে সেটা অন্যায় বলেও মনে করেন গম্ভির। তার ভাষ্য, 'সত্যি বলতে, ঋষভ এবং ঋদ্ধিমানের সঙ্গে যা হচ্ছে সেটা অবিচার। কন্ডিশনের কথা চিন্তা করেই তাদের বাছাই করা হয়েছে। আপনারা উইকেটরক্ষকের সঙ্গে এমনটা করতে পারেন না। যদিও বোলারদের ক্ষেত্রে এমনটা হতে পারে।'