My Sports App Download
500 MB Free on Subscription


অস্ট্রেলিয়ার আগেই আসবে নিউজিল্যান্ড

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। তবে নিউজিল্যান্ড আসবে তার আগেই। ঠিক এমনটাই জানালেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

আইসিসির ভবিষ্যত ট্যুর পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যখন বাংলাদেশে অবস্থান করবে কাছাকাছি সময়ে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে ইংল্যান্ডেরও বাংলাদেশ সফরের কথা রয়েছে। বিসিবির বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, প্রায় একই সময়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া আসার পরিকল্পনা করায় একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বিষয়টি নিশ্চিত নয় বলেই জানালেন, ‘আপাতত এটাই নিশ্চিত যে অস্ট্রেলিয়া আসছে ,ইংল্যান্ডের সফর তো এফটিপিতেই আছে। ত্রিদেশীয় সিরিজ নিয়ে এখনই আমরা কিছু বলতে চাই না। কারণ সব পক্ষের একমত হওয়ার ব্যাপার আছে। সময় আরও কাছাকাছি এগিয়ে এলে অনেক কিছু পরিস্কার হবে। এখই মন্তব্য করার সময় হয়নি। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের আগে নিউজিল্যান্ডও আসবে টি-টোয়েন্টি খেলতে।’

করোনার কারনে স্থগিত হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোর শুরু হওয়ার ব্যাপারে কোনো ধারণা দিতে পারলেন না বিসিবির প্রধান নির্বাহী, ‘ মার্চে ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের গাইডলাইন। যেটাকে বাড়িয়ে এপ্রিল পর্যন্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে স্থগিত খেলাগুলো সম্পন্ন করতে সব দেশের ক্ষেত্রেই কিন্তু দুই দলকেই ফ্রি থাকতে হচ্ছে। আমাদের ক্ষেত্রে এই সময়ে কেবল শ্রীলঙ্কা ফ্রি আছে। এটা নিয়ে আমরা কাজ করছি। এই সময়ের মধ্যে অন্য স্থগিত টেস্টগুলো আয়োজনের সুযোগ নেই। তাই অন্য ফরম্যাটের কোন সিরিজ যুক্ত করা যায় কিনা সেভাবেই আমরা কাজ করছি।’ভবিষ্যৎ সফর সূচী অনুযায়ী, অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ডও। বাংলাদেশের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা। তবে পূর্বের সূচি অনুযায়ী নিউজিল্যান্ড শুধুমাত্র ৩ টি-টোয়েন্টি খেলবে।