My Sports App Download
500 MB Free on Subscription


ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট আল-আমিন

আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। এ বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজ খেলেছিল তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। এর মধ্যে মরণঘাতি করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে গিয়েছিল তাদের শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজগুলোও।

ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও প্রেসিডেন্টস কাপ এবং বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করে ক্রিকেটারদের প্রতিযোগিমূলক ক্রিকেটে ফেরায় বিসিবি। শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি হিসেবে দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছিল তাঁরা। কিন্তু কোয়ারেন্টাইন জটিলতার কারণে সেই সিরিজটি বাতিল হয়ে গিয়েছিল।

আসন্ন উইন্ডিজ সফরে তাই নিজেদের প্রস্ততিতে কোন ঘাটতি দেখছেন না বাংলাদেশের ডানহাতি পেস বোলার আল-আমিন-হোসেন। ঘরোয়া এই দুটি টুর্নামেন্ট খেলায় প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অভাবটা পূরণ হয়েছে বলেও মনে করছেন তিনি।

সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে আল-আমিন বলেন, 'আমার কাছে মনে হয় শেষ কয়েকটা মাস আমরা আমরা অনেক ভাল ক্রিকেট খেলেছি, প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছি। ওয়ানডে টুর্নামেন্ট খেললাম, টি-টোয়েন্টি খেললাম। যখন টিম দিবে, সবাই একসঙ্গে অনুশীলন করবে, আমার কাছে মনে হয় ‌আমাদের যথেষ্ট ভালো প্রস্তুতি আছে আরকি।'

করোনার কারনে অনেকদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন ক্রিকেটাররা। বিসিবির উদ্যোগে পরপর দুইটি ওয়ানডে এবং টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছেন তাঁরা। যেখানে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার তাদের পারফরম্যান্স দিয়ে নজর কেঁড়েছেন। তাই বিসিবিকে ধন্যবাদ দিতে ভোলেননি আল-আমিন।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আসলে করোনার ভেতরে তো অনেক দেশে ভালোভাবে ক্রিকেট হয়নি, কিন্তু আমাদের ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। কিছুদিন আগে একটা ওয়ানডে টুর্নামেন্ট হয়েছে, টি-টোয়েন্টি টুর্নামেন্ট হল। মাঝখানে আবার বিরতি আছে, সামনে আমরা অনুশীলন শুরু করব। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সবদিক দিয়ে প্রস্তুতিটা ভালোই আছে। '

  •