My Sports App Download
500 MB Free on Subscription


বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে করোনার থাবা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে করোনার থাবা পড়েছে। এবার আক্রান্ত হয়েছেন আম্পায়ার আলী আরমান রাজন। এই মুহুর্তে তিনি আইসোলেশনে আছেন। বিসিবির চিকিৎসকরা এমনটাই জানিয়েছেন।

বিসিবির আম্পায়ারিং বিভাগের ইনচার্জ অভি আব্দুল্লাহ সংবাদ মাধ্যমকে শনিবার জানিয়েছেন, ‘হ্যাঁ আমাদের আম্পায়ার রাজন করোনা পজিটিভ টেস্ট হয়েছেন। তিনি এখন মিরপুরে তার বাসায় আছেন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আলী আরমান রাজনের চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করার অ্যাসাইমেন্ট ছিল। কিন্তু এখন তার চিকিৎসা চলছে। নিয়ম অনুযায়ী করোনা টেস্ট করানোর পর রাজনের টিম হোটেলে উঠার কথা ছিল। কিন্তু যেহেতু তার টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে, তাই তিনি এখন বাসায় থাকছেন।’

বিসিবির জন্য স্বস্তির খবর হচ্ছে রাজন জৈব সুরক্ষা বলয়ে ঢোকার আগেই করোনা আক্রান্ত হয়েছেন। এই কারনে জৈব সুরক্ষা বলয় এখনো নিরাপদ আছে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসকরা।চলতি বঙ্গবন্ধু টি- টোয়েন্টি বিশ্বকাপে শফিউদ্দিন বাবুর জায়গায় চতুর্থ আম্পায়ার হিসেবে রাজনের দায়িত্ব পালনের নির্ধারিত সূচি ছিল। কিন্তু যেহেতু রাজন এখন করোনা পজিটিভ তাই শফিউদ্দিন বাবুর ছুটি মিলছে না।এছাড়া টুর্নামেন্ট শুরুর আগে আগে গাজী গ্রুপ চট্টগ্রামের ক্রিকেটার মাহমুদুল হাসান জয় করোনা মুক্ত হয়েছেন। শুক্রবার তার করোনা নেগেটিভ এসেছে। তবে বাড়তি সতর্কতার জন্য রবিবার আরেকবার টেস্ট করানো হবে। টেস্ট নেগেটিভ এলই দলেল সঙ্গে যুক্ত হতে পারবেন চাঁদপুর থেকে উঠে আসা এই ক্রিকেটার।