এবারের আইপিএলে বাংলাদেশের প্রতিনিধি দুজন। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলছেন সাকিব আল হাসান। অন্যদিকে মোস্তাফিজুর রহমান রাজস্থান রয়্যালসের জার্সিতে মাঠ মাতাবেন। নাইটদের হয়ে সোমবার মাঠে নেমেছিলেন সাকিব। তবে মঙ্গলবার কোয়ারেন্টিন ইস্যুতে উদ্বোধনী ম্যাচে দেখা যাবে না বাঁহাতি পেসারকে! নিজেদের প্রথম ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে নামবে রাজস্থান রয়্যালস। বাংলাদেশ সময় রাত ৮টায় মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
গত ৪ এপ্রিল সকালে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে বাংলাদেশের সতীর্থরা যখন বাড়ির পথে ছুটেছেন, মোস্তাফিজ তখন ভারতের উদ্দেশ্যে বিমানে চেপেছেন। নিয়ম অনুযায়ী, ভারতে পৌঁছে সাত দিন কোয়ারেন্টিন করতে হবে। মোস্তাজের কোয়ারেন্টিন শেষ হয়েছে সোমবার। আজ থেকে অনুশীলন করার সুযোগ পাচ্ছেন তিনি। গত এক সপ্তাহ হোটেল রুমে বসে ওয়ার্কআউট করেই কেটেছে সময়।
এবারের আইপিএলে ১ কোটি রুপিতে বাঁহাতি পেসারকে দলে ভিড়িয়েছে রাজস্থান। আইপিএলে নিজের প্রথম দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদে খেলা মোস্তাফিজ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বশেষ আইপিএলে খেলেন ২০১৮ সালে।